রাজধানীর গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) পথ ব্যবহার করে নিয়মিত বাস চলাচল শুরু হতে যাচ্ছে। আজ শুক্রবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চলাচল করবে।
গতকাল বৃহস্পতিবার বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটি লেনে পরীক্ষামূলকভাবে বিমানবন্দর থেকে শিববাড়ী পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।