মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ অনেকটাই কমেছে গতকাল শুক্রবার। এতে সামগ্রিকভাবে সারা দেশে তাপমাত্রা ও গরমের অনুভূতিও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী অন্তত তিন থেকে চার দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। ফলে এ সময় তাপমাত্রা ও গরমও কিছুটা বেশি থাকতে পারে।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো শাহীনুল ইসলাম গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি অনেকটাই কমেছে। আগামী কয়েক দিনও বৃষ্টিপাত কম-বেশি এমনই থাকতে পারে। বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।’
বৃষ্টি কম থাকায় আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তির দিকে থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
বিশেষ করে খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে।
শাহীনুল ইসলাম জানান, আগামী ২৪ জুলাইয়ের দিকে সাগরে একটি লঘুচাপ হতে পারে, যা ঘণীভূত হয়ে মৌসুমি নিম্নচাপেও পরিণত হতে পারে। এর প্রভাবে তখন আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
আগের দিনের তুলনায় গতকাল দেশে বৃষ্টি অনেকটাই কমেছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র ২৩টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে। এ ছাড়া দেশের অন্য কোনো অঞ্চলে সে অর্থে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারের কুতুবদিয়ায় ১৯ মিলিমিটার।
এদিকে বৃষ্টি কমায় সামগ্রিকভাবে তাপমাত্রা ও গরমের অনুভূতিও বেড়েছে গতকাল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।