নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট-আইসিসি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ ৬২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। রোম সংবিধির ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগটি করেছেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
গতকাল শনিবার যুক্তরাজ্যের স্ট্র্যাটফোর্ডের কালাম হাউসের ল ভ্যালি সলিসিটরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার এবং ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। সংবাদ সম্মেলনে আনোয়ারুজ্জামান চৌধুরী ও গভ ওয়াইজ লিমিটেডের চেয়ারম্যান এস শাকির উদ্দিন উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত এই অভিযোগ আমলে নিলে বিচার শুরুর আগে একটি শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগে অপরাধী হিসেবে যাঁদের নাম দেওয়া হয়েছে, তাঁদের নামে সমন জারি করবেন আদালত। শুনানিতে দুই পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে।
অভিযোগে বলা হয়েছে, গত ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
অন্য যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ উপদেষ্টামণ্ডলীর সব সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম, আবু বকর মজুমদার। অভিযোগপত্রের সঙ্গে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়েছে।