<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ কমার্স ব্যাংকের (বিসিবি) ২১৯ জনের পদোন্নতি স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি তারল্য সংকটে থাকা ব্যাংকটির এক হাজার কোটি টাকার সহায়তার আবেদনও নাকচ করা হয়েছে। সূত্র জানায় বিসিবিতে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে নিয়োগ ও পদোন্নতির ওপর অডিট বা নিরীক্ষার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৯৩তম সভার স্মারকের বিষয়ে এমন মতামত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, শুধু পদোন্নতি, তারল্য সহায়তা বা এস আলমসংক্রান্ত বিষয় নয়, ব্যাংকটির সব বিষয়ে কঠোর তদারকি করছে বাংলাদেশ ব্যাংক। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, ২০২৪ সালের মধ্যে ব্যাংকের শ্রেণীকৃত বা খেলাপি ঋণের হার ১৫ শতাংশে নামিয়ে আনা এবং শ্রেণীকৃত ঋণের বিপরীতে ২০০ কোটি টাকা নগদ আদায়ের শর্ত থাকলেও জুন ২০২৪ ভিত্তিতে বাংলাদেশ কমার্স ব্যাংকের শ্রেণীকৃত ঋণের হার দাঁড়িয়েছে ৫৫.৯৯ শতাংশে এবং সব ধরনের শ্রেণীকৃত ঋণ থেকে নগদ আদায় হয়েছে মাত্র ২১.৯৩ কোটি টাকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে এক হাজার কোটি টাকার তারল্য সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করার প্রস্তাব দেওয়া হয়েছে। ৩০ জুন ২০২৪ তারিখে ব্যাংকের আমানতের পরিমাণ চার হাজার ৫১৭ কোটি টাকা, যা ৩১ ডিসেম্বর ২০২৩ ভিত্তি তারিখে ছিল চার হাজার ৬৯১ কোটি টাকা। একই সময়ে শ্রেণীকৃত ঋণের হার ৫৫.৯৯ শতাংশ, যা ক্রমান্বয়ে বাড়ছে। এ ছাড়া ব্যাংকটির বৃহদাঙ্ক ঋণের পরিমাণ ৯৫৭ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট ঋণ ও অগ্রিমের (২,৩৭৮.১৬ কোটি টাকা) ৪০.২৮ শতাংশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১, ২০২২ ও ২০২৩ সালে ব্যাংকের নিট ক্ষতির পরিমাণ ছিল যথাক্রমে ১৫৬.৫২ কোটি টাকা, ২০০.৮৮ কোটি টাকা ও ২৫২.৫৪ কোটি টাকা। ২০২৪ সালের প্রথমার্ধে নিট ক্ষতির পরিমাণ ১১৭.৮৯ কোটি টাকা। ব্যাংকের লাভ-ক্ষতি হিসাব বিশ্লেষণে দেখা যায়, সুদ ব্যয়ের পর ব্যাংকের বেশির ভাগ অর্থ ব্যয় হচ্ছে বেতন-ভাতা প্রদান ও অবচয় ব্যয় নির্বাহে। অথচ বিভিন্ন সময়ে আমানত হিসেবে প্রাপ্ত অর্থ এস আলম গ্রুপ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংকে স্বল্পমেয়াদি বিনিয়োগের নামে স্থানান্তরের নজির পাওয়া গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাপ্ত তথ্য মতে, গত ১৯ মার্চ ২০২৪ তারিখে বিভিন্ন পদে ৩৪২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৮ আগস্ট ২০২৪ তারিখে বিভিন্ন পদে ১১৮ জন এবং ২৫ আগস্ট ২০২৪ তারিখে বিভিন্ন পদে ২০১ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ এবং এর কমিটিগুলো পুনর্গঠন করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, এস আলম গ্রুপ কর্তৃক ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির বিভিন্ন অভিযোগ সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংকে দাখিল হয়েছে। অভিযোগ রয়েছে, ব্যাংকটিতে প্রায় ৬০০ জনবলও নিয়োগ দিয়েছে এস আলম। এর বেশির ভাগই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের চট্টগ্রামের পটিয়া এলাকার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অবলুপ্ত বাংলাদেশ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (বিসিআইএল) প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালের ২৭ জানুয়ারি। পরে তফসিলি ব্যাংক হিসেবে ১৯৯৯ সালে এটি বাংলাদেশ কমার্স ব্যাংক নামে কার্যক্রম শুরু করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>