সরকার পতনের দিন ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।
তাঁর বিষয়ে র্যাবের ভাষ্য, ঘটনার দিন লাশ পোড়ানোর ঘটনাটি ভাইরাল হয়। তখন থেকে ছায়াতদন্ত চলছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, আশুলিয়া থানা এলাকায় পুলিশ সদস্যরা একটি ভ্যানে একাধিক মরদেহ চ্যাংদোলা করে স্তূপ করেন। সেখানে আরাফাতকেও দেখা যায়।
আশুলিয়া থানায় করা মামলায় গ্রেপ্তার আরাফাতকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
লিটন আকন্দ গ্রেপ্তার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালন করে সমালোচিত লিটন আকন্দকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস কালের কণ্ঠকে এই তথ্য দিয়ে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে র্যাব-৩-এর একটি দল যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে দুই সহযোগীসহ লিটন আকন্দকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গানপাউডার জব্দ করা হয়।
র্যাব জানায়, তাঁর নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, একটি ডাকাতির প্রস্তুতি, একটি অন্যান্য ধারায়সহ মোট ৯টি মামলা রয়েছে। এলাকায় চাঁদাবাজির সঙ্গেও লিটনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।