<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের পর এবার গাজীপুর জেলা কারাগারেও অস্থিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় পালানোর সময় গুলিতে ২৫ বন্দি আহত হয়েছেন। আর বন্দিদের হামলায় আহত হয়েছেন চারজন কারারক্ষী। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা  থেকে দুপুর ১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দে কারাগারের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বন্দিরা মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন। তাঁরা কারাগারের ভেতরের গাছের ডালপালা ভেঙে জামাকাপড় দিয়ে বেঁধে মই বানিয়ে দেয়াল টপকে পালানোর চেষ্টা চালান। বাধা দিলে বন্দিরা কারারক্ষীদের ওপর হামলা চালান। তাঁরা ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর করে আসবাবে আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে তাঁরা ভেতরের গেট ভেঙে পালাতে গেলে গুলি চালান কারারক্ষীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম জানান, বন্দিদের পালানো ঠেকাতে কারারক্ষীরা গুলি করতে বাধ্য হন। এতে ২৫ বন্দি আহত আর বন্দিদের হামলায় চারজন কারারক্ষী আহত হয়েছেন। আহতদের কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারাগার সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা কারাগারেও কয়েক দিন ধরে বন্দিরা মুক্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন। ছাত্র এবং রাজনৈতিক মামলায় জামিনপ্রাপ্ত আসামিদের গতকাল বৃহস্পতিবার মুক্তি দেওয়া শুরু হলে অন্য বন্দিরা ক্ষুব্ধ হয়ে ওঠের। মুক্তির দাবিতে তাঁরা সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন। কারাগারটিতে ৭৮৯ জন বন্দি রয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডা. মাকসুদা আক্তার বলেন, আহতদের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে। অনেকের চোখ, মাথা ও শরীরে আঘাত লেগেছে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাই সিকিউরিটি কারাগারের সুপার প্রত্যাহার : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে গতকাল বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কারা অধিদপ্তর এক আদেশে ওই কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহ দমনে ব্যর্থ এবং গুলিতে ছয় বন্দি নিহত হওয়ার ঘটনায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে।</span></span></span></span></p> <p> </p>