ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭
শুভ কাজে সবার পাশে

কোটা আন্দোলনে নিহত সাজ্জাদের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ

  • শেরপুরে দুই অসহায় পরিবারকে খাদ্য সহায়তা
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কোটা আন্দোলনে নিহত সাজ্জাদের পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রংপুরে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগমের হাতে গতকাল তুলে দেওয়া হয় খাদ্য সহায়তা। ছবি : কালের কণ্ঠ

রংপুরে কোটা আন্দোলনে নিহত সাজ্জাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। তাঁর পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। এ ছাড়া বগুড়ার শেরপুরে আরো দুই অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রতিনিধিদের পাঠানো খবর :

বসুন্ধরা রংপুর : কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতায় ১৯ জুলাই নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগমকে সহায়তা দেওয়া হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার তাঁর হাতে তুলে দেওয়া হয় খাদ্য সহায়তা। সাজ্জাদ হোসেনের বাড়ি রংপুর নগরীর উত্তর কামাল কাছনা এলাকায়।

সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বলেন, আমার শ্বশুরের মৃত্যুর পর আমার স্বামী সংসারের হাল ধরেন। সবজি বিক্রি করে যে আয় হতো তা দিয়েই আমাদের সংসার চলত।

আমার স্বামীকে যারা মেরে ফেলেছ আল্লাহ তাদের বিচার করুক।  

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সমাজকল্যাণ সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক সোহাগ কুমার দাশ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জাহিদ আলম জেমস, সদস্য দিগন্ত রায়, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।

শেরপুর (বগুড়া) : মজিবর সেখ পেশায় রিকশাচালক। প্রতিদিন শহরে রিকশা চালিয়ে যে টাকা আয় করেন তা দিয়েই সংসার চলে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন তিনি। ফলে আয়-রোজগার নেই বললেই চলে। তাই সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

সখিনা বেওয়ার একই অবস্থা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তাঁর স্বামী।

কিছুদিন আগে তিনি মারা যান। এর পর থেকে দুই মেয়েকে নিয়ে খুবই অর্থকষ্টে রয়েছেন।

খবর পেয়ে ওই দুই পরিবারের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ। গত রবিবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার রিকশাচালক মজিবর সেখ ও সখিনা বেওয়ার হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তুলে দেওয়া হয় এক মাসের খাদ্যসামগ্রী।

বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলীম, শরীফ আহম্মেদ, কালের কণ্ঠর শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, বসুন্ধরা শুভসংঘ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য গোলাম রব্বানী, হাবিবুর রহমান পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.০হ্ন সে.। চট্টগ্রাম ৩৩.৫হ্ন সে.। রাজশাহী ৩৪.৬হ্ন সে.। রংপুর ৩৪.৪হ্ন সে.।

খুলনা ৩৩.০হ্ন সে.। বরিশাল ৩৪.৫হ্ন সে.। ময়মনসিংহ ৩৫.০হ্ন সে.। সিলেট ৩৪.২হ্ন সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৮.৮হ্ন সে.।

চট্টগ্রাম ২৬.৫হ্ন সে.। রাজশাহী ২৭.৪হ্ন সে.। রংপুর ২৮.০হ্ন সে.। খুলনা ২৮.৮হ্ন সে.।
বরিশাল ২৭.৭হ্ন সে.। ময়মনসিংহ ২৮.৮হ্ন সে.। সিলেট ২৫.২হ্ন সে.

রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের
কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মন্তব্য

সতর্ক পাহারায় সেন সদস্যরা

শেয়ার
সতর্ক পাহারায় সেন সদস্যরা
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সতর্ক পাহারায় সেন সদস্যরা। গতকাল তোলা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে পাঁচজনের সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে পাঁচজনের সাজা

কাজীপুর উপজেলায় ১১ বছর আগে অপহরণের পর গৃহবধূকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবনসহ পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিতদের মধ্যে বগুড়ার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের রোকনুজ্জামান রোকনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য আরেকটি ধারায় তাঁকে আরো দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অন্য চার আসামিকে দুই বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার ছনকা ইটালিপাড়ার ছকিমুদ্দিনের স্ত্রী মালেকা খাতুন ও তাঁর ছেলে মো. মাসুদ, ধোপা বটতলার মারুফ হোসেন এবং নুর মোহাম্মদ। নিহত গৃহবধূ রিনা ইসলাম কাজীপুর উপজেলার খাসখুকশিয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।

মন্তব্য

বিএনপিকর্মী মামুন হত্যা মামলায় কাফি ও আরাফাত রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিএনপিকর্মী মামুন হত্যা মামলায় কাফি ও আরাফাত রিমান্ডে

বিএনপিকর্মী মামুন খন্দকারকে গুলি করে হত্যার মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি ও জেলার গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান তাঁদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, মামুন খন্দকার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত বছরের ৫ আগস্ট আশুলিয়া বাইপাইল এলাকায় জুলাই আন্দোলনে গিয়ে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ আগস্ট তিনি মারা যান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ