ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
ড. কামাল উদ্দিন আহমেদ

অনগ্রসর জনগোষ্ঠীর বাসস্থান উচ্ছেদ মানবাধিকার হরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অনগ্রসর জনগোষ্ঠীর বাসস্থান উচ্ছেদ মানবাধিকার হরণ
মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদের প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে গতকাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিডিইআরএম। ছবি : কালের কণ্ঠ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, মিরনজিল্লা সুইপার কলোনিসহ অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর বাসস্থানের অধিকার নিশ্চিতকরণে পদক্ষেপ নিতে হবে। পুনর্বাসন নিশ্চিত না করে তাদের উচ্ছেদ করা অধিকার হরণের শামিল।

গতকাল মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং অনগ্রসর অধিকার সুরক্ষা সংক্রান্ত কমিটি এবং দলিত, হিজড়া ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা সংক্রান্ত থিমেটিক কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংসহ বিভিন্ন জনগোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, অনগ্রসর, অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি ও বাসস্থানের অধিকার নিশ্চিতপূর্বক জীবনযাত্রার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে দলিত জাতিগোষ্ঠীর ভূমি, বাসস্থান, কর্মসংস্থান ও জীবন-জীবিকার বিদ্যমান সমস্যা ও জটিলতা দূর করে টেকসই সমাধানে মনোযোগী হওয়া প্রয়োজন। এ ছাড়া তাদের সব রাষ্ট্রীয় ও নাগরিক সুবিধার অভিগম্যতা দ্রুত নিশ্চিত করাও আমাদের কর্তব্য।

সুবিধাবঞ্চিত হিজড়া ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রসঙ্গে তিনি বলেন, তাদের নিয়ে বিভ্রান্তিকর ধারণা দূর করতে হবে এবং সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

শিক্ষাব্যবস্থা এবং পাঠ্যবইতে এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নির্মাণে সহায়ক হবে।

ডিএমপির কমিশনার হাবিবুর রহমান বলেন, হিজড়া জনগোষ্ঠীর বিষয়ে সমাজের মানুষের ধারণাগত সীমাবদ্ধতা রয়েছে। সামাজিক সচেতনতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নির্মাণে আমাদের জোর প্রচেষ্টা চালাতে হবে। ট্রেনিং ইনস্টিটিউটগুলোর প্রশিক্ষণে বিষয়টি সম্পৃক্ত হলে ইতিবাচক ফলাফল নিয়ে আসবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

শিল্পী মমতাজ গ্রেপ্তার আরো দুই মামলায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শিল্পী মমতাজ গ্রেপ্তার আরো দুই মামলায়

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আরো দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা ও ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলা রয়েছে। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখান। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন মমতাজকে আদালতে হাজির করা হয়। এরপর হত্যা মামলায় আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মজিবুর রহমান ভূইয়া এবং হত্যাচেষ্টা মামলায় উপপরিদর্শক মদন চন্দ্র সাহা তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

 

মন্তব্য

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৩.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.৬ডিগ্রি সে.। রাজশাহী ৩১.৫ডিগ্রি সে.। রংপুর ৩৬.৩ডিগ্রি সে.।

খুলনা ৩৪.০ডিগ্রি সে.। বরিশাল ৩৩.৭ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৪.৮ডিগ্রি সে.। সিলেট ৩৫.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৪.৫ডিগ্রি সে.।

চট্টগ্রাম ২৭.০ডিগ্রি সে.। রাজশাহী ২৬.২ডিগ্রি সে.। রংপুর ২৯.৫ডিগ্রি সে.। খুলনা ২৬.৫ডিগ্রি সে.।
বরিশাল ২৫.৭ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.০ডিগ্রি সে.। সিলেট ২৫.৫ডিগ্রি সে.

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকৈ মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

মন্তব্য

শোক

শেয়ার
শোক

সেলিনা বেগম

মধুমতি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীরের মা সেলিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গত বুধবার বাদ আসর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) জানাজা শেষে মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

প্রাসঙ্গিক
মন্তব্য
২৫ কোটি টাকা পাচার

সাবেক মন্ত্রী জাবেদদম্পতিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
সাবেক মন্ত্রী জাবেদদম্পতিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এই মামলাটি করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে অন্যতম হলেন ব্যাংকটির সাবেক পরিচালক জাবেদের ভাই আসিফুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, রোকসানা জামান চৌধুরী, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলত, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, ইউনুছ আহমদ, সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, জাবেদের আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী ও কাজী মোহাম্মদ দিলদার আলম।

 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ