ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭
সংক্ষিপ্ত

সাংবাদিক পেটানো আওয়ামী লীগ নেতা আসাদকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাংবাদিক পেটানো আওয়ামী লীগ নেতা আসাদকে শোকজ

দৈনিক যুগান্তরের সাংবাদিক রফিকুল ইসলামকে মারধরের ঘটনায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদ রাসেলকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকরা রফিকুল ইসলামকে মারধরের বিষয়টি নজরে আনলে ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে অভিযুক্ত মাহমুদুল আসাদ রাসেলকে শোকজ করতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দেন।

সেই সঙ্গে মাহমুদুল আসাদকে এখন থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমণ্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। গত সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সংগ্রহ করছিলেন যুগান্তরের সাংবাদিক রফিকুল ইসলাম। তখন তাঁর ওপর অতর্কিত হামলা করেন মাহমুদুল আসাদ রাসেল এবং তাঁর অনুসারীরা।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৩.৩ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.২ডিগ্রিসে.। রাজশাহী ৩১.৯ডিগ্রি সে.। রংপুর ৩১.৩ডিগ্রি সে.।

খুলনা ৩২.৫ডিগ্রি সে.। বরিশাল ৩২.৯ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩২.০ডিগ্রি সে.। সিলেট ৩১.৮ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.০ডিগ্রি সে.।

চট্টগ্রাম ২৭.১ডিগ্রি সে.। রাজশাহী ২৫.৫ডিগ্রি সে.। রংপুর ২৬.২ডিগ্রি সে.। খুলনা ২৫.৫ডিগ্রি সে.।
বরিশাল ২৬.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.৫ডিগ্রি সে.। সিলেট ২৪.৭ডিগ্রি সে.

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

মন্তব্য
সংক্ষিপ্ত

গোপালগঞ্জে হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ সিপিবি-বাসদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গোপালগঞ্জে হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ সিপিবি-বাসদের

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সময়মতো ব্যবস্থা না নিয়ে পরে অতিরিক্ত বলপ্রয়োগ এবং গুলি করে চারজনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। গতকাল বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিচার এবং জানমালের নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেন, এনসিপির সমাবেশ এবং ইউএনওসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়িতে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। রাজনৈতিক দলের কর্মসূচির নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব।

কিন্তু সরকার এনসিপির সমাবেশের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়েছে। উপরন্তু, নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে কয়েকজন মানুষ নিহত হয়েছে।

 

মন্তব্য
শুভ কাজে সবার পাশে

রংপুরে বসুন্ধরা শুভসংঘের গ্রাফিতি স্কেচ প্রতিযোগিতা

    ♦ শেরপুরে কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর আলোচনা ♦ ইডেন মহিলা কলেজে কুইজ
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
রংপুরে বসুন্ধরা শুভসংঘের গ্রাফিতি স্কেচ প্রতিযোগিতা
জুলাই শহীদ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রংপুরের শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামে গতকাল আয়োজন করা হয় গ্রাফিতি স্কেচ প্রতিযোগিতা। ছবি : কালের কণ্ঠ

জুলাই শহীদ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রংপুরের কুটিরপাড়া এলাকার শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামে গতকাল আয়োজন করা হয় গ্রাফিতি স্কেচ প্রতিযোগিতা। বগুড়ার শেরপুরে কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর আলোচনা এবং ইডেন মহিলা কলেজে কুইজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

রংপুরে বসুন্ধরা শুভসংঘের গ্রাফিতি স্কেচ প্রতিযোগিতারংপুর : জুলাই শহীদ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রংপুরের কুটিরপাড়া এলাকার শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামে গতকাল আয়োজন করা হয় গ্রাফিতি স্কেচ প্রতিযোগিতা। এখানে কোমলমতি শিক্ষার্থীরা তাদের কল্পনা ও চিন্তা-ভাবনা তুলে ধরেছে খাতার পাতায়।

প্রতিযোগিতায় অংশ নেয় প্রথম-দশম  শ্রেণি পর্যন্ত ২০ জন শিক্ষার্থী। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের শিক্ষক মো. আনিসুর রহমান আনিস, শিক্ষক মো. গোলাম রব্বানী, শিক্ষক মো. মিলন মিয়া, শিক্ষক মো. শহিদুল ইসলাম সাজু, বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, অর্থ সম্পাদক সোহাগ দাশ, শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুল খালেক সরকার প্রমুখ।

ঢাকা : বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে গতকাল সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে কুইজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলপনা আক্তার, দ্বিতীয় হন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার লিয়া।

বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সম্পাদক ইফফাত সুলতানা, সদস্য জান্নাতুল ফেরদৌস, পলি আক্তার, সাহিদা খাতুন, সানজিদা আক্তার, নাফিয়া তাসনিম মিশু, সায়মা জান্নাত, আঁখি মনি, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া আক্তার, রুনা আক্তার, আলপনা আক্তার, আয়শা ও জান্নাতুল ফেরদৌস।

শেরপুর (বগুড়া) : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কিশোর গ্যাং প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনাসভা করা হয়েছে। গত বুধবার উপজেলার উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ে এই সভার আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মো. আব্দুল আলীম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মাহবুবুর রহমান, প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক টি এম আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, কালের কণ্ঠের শেরপুর উপজেলা প্রতিনিধি আইয়ুব আলী।

 

 

মন্তব্য
জয়দেবপুর-সালনা সড়ক

খানাখন্দ-জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

    ৪ ও ৫ নম্বর জোনের আওতায় সড়কটির উন্নয়নের জন্য এরই মধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। ঠিকাদারও নিযুুক্ত হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে -মোহাম্মদ হারুনুর রশিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গাজীপুর সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
খানাখন্দ-জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে
গাজীপুর নগরীর সালনা-জয়দেবপুর সড়ক। মারিয়ালি এলাকা থেকে গতকাল ছবিটি তোলা। ছবি : কালের কণ্ঠ

ভেঙে কোথাও খানাখন্দ। কোথাও ছোট-বড় গর্ত। বৃষ্টির পানি জমে বেহাল সড়ক। গর্তে চাকা আটকে প্রায়ই থমকে যাচ্ছে গাড়ি।

আবার মাঝেমধ্যে ভাঙা সড়কে চলতে গিয়ে উল্টে যাচ্ছে যানবাহন।

এই চিত্র গাজীপুর মহানগরীর ব্যস্ততম সালনা-জয়দেবপুর সড়কের। চার কিলোমিটার সড়কের করুণ দশার কারণে হাজার হাজার যাত্রীকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে এই সড়ক দিয়ে জমি রেজিস্ট্রি, দলিলের নকল উত্তোলনসহ নানা প্রয়োজনে গাজীপুর জেলা রেজিস্ট্রি কমপ্লেক্সে যাতায়াতকারী লোকজনের ভোগান্তির শেষ নেই।

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজার থেকে বিলাশপুর বটতলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কটি দিয়ে প্রতিদিন নগরীর ছয়-সাতটি ওয়ার্ডের বাসিন্দাসহ অসংখ্য মানুষ এবং যানবাহন চলাচল করে। তা ছাড়া মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যানজট সৃষ্টি হলে ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহনগুলো বিকল্প পথ হিসেবে এই সড়ক ব্যবহার করে। এর পাশেই শহরের মারিয়ালি এলাকায় গাজীপুর জেলা রেজিস্ট্রি কমপ্লেক্স।

জাইকার অর্থায়নে প্রায় চার বছর আগে গাজীপুর সিটি করপোরেশন সড়কটি কার্পেটিংসহ সংস্কার করে।

ব্যস্ত এই সড়কে প্রতিদিন ট্রাক, বাস, প্রাইভেট কার, সিএনজি, ব্যাটারির অটোরিকশাসহ অসংখ্য যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন চলাচল করে। যার দরুণ দুই বছর আগে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দ ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়। চলতি বর্ষায় পানি জমে সড়কটির অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে। বিশেষ করে সালনা বাসস্ট্যান্ড থেকে মারিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি অনেক জয়গায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সাবরেজিস্ট্রি অফিস, দেশীপাড়া নতুনবাজার, দক্ষিণ সালনা মুন্সিবাড়ি, ফ্রেন্ডস নিটিং কারখানার সামনের অবস্থাও খুব নাজুক।

খানাখন্দে পড়ে যানবাহন উল্টে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গর্তে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এই দুর্দশার কারণে যানবাহন চলাচলও হ্রাস পাচ্ছে। ফলে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ছাড়াও এলাকার সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।

মারিয়ালি এলাকার বাসিন্দা ফজলুল হক বাদল বলেন, জেলা রেজিস্ট্রার অফিস এবং সদর উপজেলা ও যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে যাতায়াতকারী লোকজনের দুর্ভোগের শেষ নেই। সিটি করপোরেশনকে বারবার জানানো হলেও তারা কোনো উদ্যোগ নিচ্ছে না।  

দেশীপাড়া এলাকার স্কুল শিক্ষক ফয়েজউল্লাহ বাবু জানান, সড়কটির পাশে ড্রেন না থাকায় আশপাশের মহল্লার বাসাবাড়ি, কলকারখানাসহ উঁচু জায়গার পানি সড়কের ওপর দিয়েই প্রবাহিত হয়। এতে অনেক জায়গায় পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ৪ ও ৫ নম্বর জোনের আওতায় সড়কটির উন্নয়নের জন্য এরই মধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। ঠিকাদারও নিযুুক্ত হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ