আহমেদ মাসুদ বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ।
যোগাযোগ : ০১৭১১০৫৭৩৭৭ ♦ ই-মেইল : amasud9995@gmail.com ♦ www.astrologerahmedmasud.com
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : পরিবেশ অনুকূলে থাকবে। সংকল্পের দৃঢ়তা অগ্রগতির পথে সহায়ক হবে। নতুন পরিকল্পনায় অগ্রগতি হবে।
আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : আজ কোনো সংবাদে মন উত্ফুল্ল থাকবে। আপনি একটি উদার এবং ভালো মেজাজে নিজেকে খুঁজে পাবেন।
উজ্জ্বল দিকে তাকান, আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি পরিবর্তন দেখতে পাবেন।
মিথুন (২১ মে-২০ জুন) : সময় ভালো কাটবে। আপনার শক্তি ও উদ্যম নিজের অনুকূলে ফলাফল আনতে পারে। প্রিয় মানুষকে কাছে পেতে পারেন।
গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। বুদ্ধিমত্তার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই) : নতুন পরিকল্পনায় অগ্রগতি হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। সহযোগী ও সহকর্মীদের সহযোগিতা পাবেন।
প্রয়োজনীয় কাজে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখুন।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। নতুন কোনো বিষয় আলোচনায় আসতে পারে। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুুশি করবে।
কন্যা (২২ আগস্ট-২০ সেপ্টেম্বর) : কাজের গতি বাড়বে। প্রিয়জনের সমস্যায় কিছুটা মানসিক চাপ থাকতে পারে। সঠিক বুদ্ধির অভাবে সুযোগ কাজে না-ও লাগতে পারে। অর্থ প্রাপ্তিতে কিছুটা বিলম্ব হবে। সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজায় রাখতে হবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : ইচ্ছানুসারে কাজ করার স্বাধীনতা পাবেন। সম্মিলিত কাজে অগ্রগতি হবে। পারিপার্শ্বিক কারণে কোনো সিদ্ধান্ত পাল্টাতে হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের মানসিক প্রফুল্লতার মধ্যেই সময় কাটবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : আজ আপনার মন বিচলিত ও অশান্ত থাকতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে যেমন খেয়াল রাখতে হবে, তেমনি জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। চিন্তা ও কাজে আনতে হবে গতিশীলতা। নিজের ওপর আস্থা রাখুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : কোনো ইতিবাচক পরিবর্তন হতে পারে। কোনো পরিকল্পনা বাস্তব রূপ লাভ করতে পারে। ব্যাবসায়িক লেনদেন ও কেনাকাটা শুভ। আপনার ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : নিজ পরিবারের সদস্যদের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকার থাকবে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। নতুন কিছু করার সুযোগ পাবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। কোনো তথ্য আপনার কাজের সহায়ক হবে। অন্যের ওপর প্রভাব বিস্তারে লাভবান হতে পারেন। আগের কোনো সমস্যা সমাধানে অগ্রগতি হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : কোনো কাজে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। কাছের মানুষের বিশ্বাস অর্জন করা সহজ হবে। প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় কাজে ধৈর্য ধরুন। প্রয়োজনে নতুন পদক্ষেপ নিন।