বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজকে ২০২৪ সালের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কারে ভূষিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত সোমবার রাতে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ফাওজিয়া করিম ফিরোজসহ বিভিন্ন দেশের ১২ জনের হাতে পুরস্কার তুলে দেন। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওই পুরস্কার দিয়েছে।
বাংলাদেশের ফাওজিয়া করিম ফিরোজ ছাড়াও এ বছর পুরস্কার পেয়েছেন আফগানিস্তানের বেনাফশা ইয়াকুবি, বেলারুশের ভোলহা হারবুনোভা, বসনিয়া ও হার্জেগোভিনার আজনা জুসিচ, মিয়ানমারের মিনত্জু উইন, কিউবার মার্থা বিয়াত্রিজ রোকে কাবেলো, ইকুয়েডরের ফাতিমা কোরোজো, গাম্বিয়ার ফাতৌ বালদেহ, ইরানের ফারিবা বালুচ, জাপানের রিনা গনোই, মরক্কোর রাভা এল হায়মার ও উগান্ডার আকুয়াতে আতুহাইরে।