<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে আবার নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবুল কালাম আজাদ। আগামী দুই বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।</span></span></span></span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><span style="letter-spacing:-.1pt">প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবুল কালাম আজাদকে আগের নিয়োগের ধারাবাহিকতায় ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে পুনরায় নিয়োগ দেওয়া হলো। প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব আবুল কালাম আজাদকে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি তিন বছরের জন্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও এমডি নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ তিন বছর বাড়ানো হয়। ২০২০ সালে তিনি আরো দুই বছরের জন্য বাসসের এমডি হিসেবে নিয়োগ পান। ২০২২ সালে তাঁর নিয়োগের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে ৩ ফেব্রুয়ারি।</span></span></span></span></span></span></span></span></span></p> <p style="text-align:justify"> </p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><b><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আরো নিয়োগ, চুক্তি বাতিল</span></span></span></b></span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পৃথক প্রজ্ঞাপনে কাজী আফতাব উদ্দিন হাবলুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনিও দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার সাব্বির বিন শামসের চুক্তি বাতিল করা হয়েছে। সরকারের সঙ্গে চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮-এর শর্তাবলি অনুসারে তাঁর চুক্তি বাতিল করা হয় বলে আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।</span></span></span></span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকারিয়া। এদিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আবদুল কাইউম সরকারকে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।</span></span></span></span></span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>