বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কমিটির উদ্যোগে কোরআনে হাফেজ ও মাদরাসার শিক্ষকদের মধ্যে পায়জামা, পাঞ্জাবি ও পাগড়ি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আল মাদিনা ইসলামিয়া ও এতিমখানা মাদরাসার হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে এই শুভেচ্ছাসামগ্রী তুলে দেন সিদ্ধিরগঞ্জ বসুন্ধরা শুভসংঘ কমিটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির উপদেষ্টা শাহজাহান সাজু, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক, কালের কণ্ঠ’র সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান নূর, সংগঠনটির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি সোহাগ ইব্রাহীম, সাধারণ সম্পাদক হাসান মজুমদার বাবলু, মাদরাসার অধ্যক্ষ যুবাইর হুসাইন প্রমুখ। এ সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচজন শিক্ষক ও আটজন হাফেজের হাতে শুভেচ্ছাসামগ্রী তুলে দেওয়া হয়।