<p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.2pt">দেড় বছরের চুক্তিতে জয়পুরহাটের ছোট যমুনা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণে দুই দফায় ২০২৪ সালের ২৮ মে পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। চুক্তির দুই বছর আট মাস পেরোলেও প্রকল্পের কাজ শেষ হয়েছে ৪৫ শতাংশ। এই সময়ে সেতুটির চার পিলারের মাত্র একটির কাজ শেষ হয়েছে। অন্য তিন পিলারের কিছু অংশ ঢালাই আবার কোথাও শাটারিং করা অবস্থায় আছে। কিন্তু প্রকল্পটির কাজের মেয়াদ আছে মাত্র পাঁচ মাস। দীর্ঘ সময়েও সেতুটির নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় ভোগান্তিতে পড়েছে এলাকার কয়েক হাজার মানুষ। </span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:-.3pt">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:-.3pt">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt"> প্রকল্পের আওতায় জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল-করিমনগর সড়কে ছোট যমুনা নদীর ওপর ৮১ মিটার দীর্ঘ গার্ডার সেতু নির্মাণের যৌথভাবে দায়িত্ব নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মণ্ডল ও ইথেন এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেড জেভি। যার নির্মাণ ব্যয় বাবদ চুক্তি মূল্য ধরা হয় সাড়ে পাঁচ কোটি টাকা। চুক্তির পর ঠিকাদার বরাবরে ২০২১ সালের ১৫ মার্চ নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যার বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠান নওগাঁর মধুমতি ব্যাংক লিমিটেডে ৩৮ লাখ ৫১ হাজার ৩৯০ টাকা ব্যাংক গ্যারান্টি দাখিল করেন। যার সর্বশেষ সময়সীমা এ বছরের ২৮ মে পর্যন্ত। কাজটি সম্পন্ন করার জন্য ঠিকাদার চুক্তিপত্রে স্বাক্ষর করেন ২০২১ সালের ১২ এপ্রিল। চুক্তি মোতাবেক কাজটির অনুমোদিত সময়সীমা ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।</span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">পরবর্তী সময়ে ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ৩০ জুন এবং ২০২৪ সালের ২৮ মে পর্যন্ত দুই দফা সময়সীমা বর্ধিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু তার পরেও কাজ শুরুর দুই বছর আট মাস অতিবাহিত হলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৪৫ শতাংশ। অথচ কাজ সমাপ্তির সময় আছে মাত্র পাঁচ মাস। এই সময়ের মধ্যে কাজ শেষ আদৌ হবে কি না তা নিয়ে সন্দেহ থাকায় বারবার তাগাদা দিলেও ঠিকাদার কাজ শুরু করেননি। এলজিইডি কর্তৃপক্ষ এরই মধ্যে পারফরম্যান্স সিকিউরিটির টাকা নগদায়ন পূর্বক পে-অর্ডার আকারে নির্বাহী প্রকৌশলী বরাবরে ইস্যু করার জন্য মধুমতি ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক বরাবরে তৃতীয়বার চিঠি দিয়েছে।</span></span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাঁচবিবির বুধইল গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, সেতুটির কাজ শেষ না হওয়ায় নৌকা দিয়ে আমাদের নদী পারাপার হতে খুব কষ্ট হয়।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠিকাদারি প্রতিষ্ঠান নওগাঁর মেসার্স মণ্ডল ট্রেডার্সের মালিক জাহাঙ্গীর আলম সেতুটির ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার কথা স্বীকার করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখনো সময় আছে, সমস্যার কারণে কাজটি সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে নতুন করে কাজ শুরু করেছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জয়পুরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তদারকি করছি, যদি নির্ধারিত সময়ে কাজ শেষ না করেন তাহলে চুক্তি বাতিল করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></span></p>