বিএনপির নবম দফা অবরোধের দ্বিতীয় দিন গতকাল সোমবার রাত ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে তিনটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ২৪ ঘণ্টায় আটটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিভিন্ন স্থানে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।
বিএনপির দাবি, গত ২৪ ঘণ্টায় নতুন ১৪টি মামলায় বিএনপির ৩৫৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।
নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে নবম দফায় আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করে বিএনপি।
গতকাল সকালে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কম থাকলেও সন্ধ্যায় তা বেড়ে যায়।
কোনো কোনো সড়কে ছিল যানজট। গতকালও দূরপাল্লার বাস খুব একটা ছাড়েনি।
গত ২৮ অক্টোবর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৫২টি যানবাহন ও স্থাপনায় আগুন এবং একটি অ্যাম্বুল্যান্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর পল্টন মোড়ে গতকাল সন্ধ্যায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পল্টন মডেল থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, ‘তিনটি ককটেল বিস্ফোরণে কেউ আহত হয়নি। আমরা জড়িতদের ধরতে কাজ করছি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’
বাসসহ তিন যানবাহনে আগুন
রাজধানীসহ সারা দেশে রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত আটটি যানবাহনে এবং গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি যানবাহনে অগ্নিসংযোগের তথ্য জানায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।
রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আট বছর আগে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৪৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলার বিচার শুরু হলো। রুহুল কবীর রিজভী পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গতকাল ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত চার্জ গঠনের আদেশ দিয়ে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।
বিএনপির ১৫ নেতাকর্মীর কারাদণ্ড
নাশকতার দায়ে রাজধানীর মুগদা ও রামপুরা থানার দুই মামলায় বিএনপির ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ৩৮ জনকে খালাস দেওয়া হয়েছে। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারক এই দণ্ডাদেশ দেন।