রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির এই আদেশ দেন।
এর আগে ফতুল্লা থানার মো. সাইদ ওরফে চাঁদ মিয়া হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘উচ্চ আদালতে মামলাটা বিচারাধীন। আমরা আদালতে এটা উপস্থাপন করেছি। আদালত রাষ্ট্রপক্ষের শুনানি গ্রহণ করে উচ্চ আদালতের বিচারাধীন মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এটা আমার ওকালতিজীবনে প্রথম দেখলাম।
’
তিনি আরো বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগ তার বর্ণনা নেই। রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা নামঞ্জুর আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
একই সঙ্গে হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’
আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, একটি হত্যা ও আরেকটি হত্যাচেষ্টা মামলায় আইভী এজাহারনামীয় হুকুমের আসামি। আদালত হত্যা মামলায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।