ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

অভিযানে গেলে পালিয়ে যায় চলে আসার পর আবার শুরু

  • ফুলজোড় নদীতে বালু উত্তোলন
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
অভিযানে গেলে পালিয়ে যায় চলে আসার পর আবার শুরু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে সরকারি বালুমহাল না থাকলেও দীর্ঘদিন যাবৎ নদীর তিনটি স্থান থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ অবস্থায় নদীতীরের আবাদি জমিগুলো ভাঙনের কবলে পড়ছে। উপজেলা প্রশাসন বলছে, অভিযানে গেলে জড়িতরা পালিয়ে যায়, চলে আসার পর আবার বালু উত্তোলন শুরু করে।

সম্প্রতি সরেজমিন ঘুরে জানা যায়, রায়গঞ্জের সাহেবগঞ্জ বাজারের উত্তর পাশে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় হাটিকুমরুল ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেদায়েতুল আলমের নেতৃত্বে উত্তোলিত এ বালু দিয়ে হাটিকুমরুল গোলচত্বরে নির্মাণাধীন ইন্টারচেঞ্জ প্রকল্পে নিচু জমি ভরাট করা হচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনকারী ব্যক্তি ও ড্রেজার মালিকদের কাউকে পাওয়া যায়নি। বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকরাও এদের বিষয়ে মুখ খুলতে সাহস পান না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, বৈধ-অবৈধ কিছু জানেন না তাঁরা।

ড্রেজার মালিকরা এখানে এনেছেন বলেই তাঁরা কাজ করছেন।

সাহেবগঞ্জ এলাকার কৃষক নবিদুল ইসলাম, করম আলী ও আব্দুস সোবহান অভিযোগ করেন, ছয়-সাত মাস ধরে নদীতে ড্রেজার বসিয়ে রাতে ও দিনে গভীর গর্ত করে বালু উত্তোলন করা হচ্ছে। প্রভাবশালীরা এই বালু বিক্রি করে প্রচুর টাকার মালিক বনে যাচ্ছেন। এতে তাঁদের নদীতীরের জমিগুলো ভেঙে নদীতে ধসে যাচ্ছে।

এভাবে চলতে থাকলে নদীতীরের সব জমি ভেঙে নদীতে চলে যাবে।

এই কাজে জড়িত বলে অভিযুক্তদের মোবাইল ফেনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। ফলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ জানান, ফুলজোড় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় সম্প্রতি ইউএনও ও এসি ল্যান্ড অফিসের পক্ষ থেকে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাস তিনেক আগে জড়িতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় নিয়মিত মামলাও করা হয়েছে।

তবু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

তিনি আরো বলেন, আমরা অভিযানে গেলে জড়িতরা পালিয়ে যায়, চলে আসার পর আবার বালু উত্তোলন শুরু করে। জড়িতরা প্রভাবশালী হওয়ায় তারা কোনো আইন-কানুনের তোয়াক্কা করছে না। রায়গঞ্জ ইউএনও তৃপ্তি কণা মণ্ডল জানান, বালু উত্তোলকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আবারও অভিযান চালানো হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সচিবালয়ের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সচিবালয়ের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলা করেন।

এতে বিভিন্ন কলেজের অজ্ঞাতপরিচয় শিক্ষার্থী ও স্বার্থান্ব্বেষী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতপরিচয় এক হাজার থেকে এক হাজার ২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করে।

মন্তব্য

‘জুলাই সনদ’ ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
‘জুলাই সনদ’ ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে চলতি মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা না হলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং কফিন মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, সরকার বারবার সময় নিয়েও জুলাই সনদ ঘোষণা করেনি, যা গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। ৩১ জুলাইয়ের মধ্যে সনদ ঘোষণা না হলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং কফিন মার্চের মাধ্যমে চূড়ান্ত মুক্তির ডাক দেওয়া হবে।

তিনি জানান, ওই মার্চে সরকারের প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন প্রতীকীভাবে বহন করবেন শহীদদের মা-বাবারা।

 

 

মন্তব্য

সাবেক ডিআইজি বাতেনের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক ডিআইজি বাতেনের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তাঁর স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আব্দুল বাতেন ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে গতকাল আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি। আব্দুল বাতেনের আবেদনে বলা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে।

এ ছাড়া হীরার বিরুদ্ধে স্বামী আব্দুল বাতেন কর্তৃক ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের কাজে সহায়তার অভিযোগ তদন্তাধীন।

মন্তব্য
সংক্ষিপ্ত

আবুল বারকাত ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আবুল বারকাত ২ দিনের রিমান্ডে

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা, গতকাল সকালে কারাগার থেকে তাঁকে আদালতে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। এ সময় তাঁর আইনজীবী শাহিনুর ইসলাম জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি চলাকালে বারকাত বলেন, জীবনে প্রথম এভাবে আদালতে দাঁড়িয়ে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪২ বছর শিক্ষকতা করেছি। ঘটনাচক্রে জনতা ব্যাংকের চেয়ারম্যান হই। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালের যত কথা বলা হচ্ছে, লোনের বিষয়ে বলা হচ্ছে, আমি এ বিষয়ে কিছু জানি না।

মন্তব্য

সর্বশেষ সংবাদ