ঢাকা, রবিবার ২৭ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭

ঢাকা, রবিবার ২৭ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭

শোভাযাত্রায় গিয়ে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

  • সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহামেদের দাবি, সাকিব শোভাযাত্রায় ছিলেন না
সাভার প্রতিনিধি
সাভার প্রতিনিধি
শেয়ার
শোভাযাত্রায় গিয়ে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর শোভাযাত্রায় বের হয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠছে। ঘাতক চালক ও ট্রাকটি আটক করা হয়েছে।

গত রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের তালবাগে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছে।

জানা গেছে, গত রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তাঁকে শুভেচ্ছা জানাতে সাভার উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটর শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। ওই শোভাযাত্রায় গিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে সাকিব খান (২২) মারা যান। এ সময় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা দুজন আহত হন।

সাকিব খান সাভারের চাকুলিয়া গ্রামের মৃত সাহাবুদ্দিন খানের ছেলে।

শোভাযাত্রায় অংশ নেওয়া মো. রমজান বলেন, ‘মোটরসাইকেল নিয়ে শোডাউন নিয়ে আমিনবাজার থেকে সবাই ফিরছিলাম। দুই শর মতো মোটরসাইকেল ছিল। এনাম ভাই তখন গাড়িতে পেছনে ছিলেন।

তবে আমাদের ছেড়ে সাকিবের মোটরসাইকেল একটু আগেই চলে আসছিল। ট্রাকের চাকার নিচে পড়ে সে মারা গেছে। আমরা ধাওয়া দিয়ে ট্রাকটি আটকাই। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।’

তবে সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহামেদের দাবি, মোটর শোভাযাত্রায় অংশ নিয়ে ওই তরুণের মৃত্যু হয়নি।

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, আমাদের শোভাযাত্রার বা সংগঠনের কেউ নন ওই তরুণ। তার পরও প্রতিমন্ত্রী মহোদয় তাঁর পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।’

মন্তব্য

সম্পর্কিত খবর

সংক্ষিপ্ত

লন্ডন মেট্রোপলিটন ভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি করবে না

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
লন্ডন মেট্রোপলিটন ভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি করবে না

যুক্তরাজ্যের অভিবাসননীতিতে কড়াকড়ি আরোপের ফলে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। এর ফলে বিশেষ ক‌রে বাংলাদেশি শিক্ষার্থীরা উল্লেখযোগ্য নতুন বাধার সম্মুখীন হচ্ছেন। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়ে ঘোষণা করেছে বাংলাদেশ থেকে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি করবে না। যুক্তরাজ্যের বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট (বিসিএ) থ্রেশহোল্ডে (যা একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা করার ক্ষমতা নির্ধারণ করে) প্রত্যাশিত পরিবর্তনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারের সর্বশেষ অভিবাসন শ্বেতপত্রে বর্ণিত প্রস্তাবনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর ‘গ্রিন’ কমপ্লায়েন্স স্ট্যাটাস বজায় রাখার জন্য অনুমোদিত ভিসা প্রত্যাখ্যানের হার মাত্র ৫ শতাংশে নামিয়ে আনা হবে। এই আসন্ন পরিবর্তন বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের ভর্তি প্রক্রিয়া সক্রিয়ভাবে সামঞ্জস্য করতে বাধ্য করছে। বিশেষ করে ভিসা আবেদনের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত দেশগুলোর ক্ষেত্রে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর গ্যারি ডেভিস নিশ্চিত করেছেন, বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়া তাদের এই সিদ্ধান্তের প্রধান কারণ।
তিনি উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ভিসা প্রত্যাখ্যানের ৬০-৬৫ শতাংশই বাংলাদেশ থেকে এসেছে, যা ইউকে ভিসা ও ইমিগ্রেশন (ইউকেভিআই) ব্রিফিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সূত্র : দি পাই নেটওয়ার্ক

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদ আহমদ সোবহানী। প্রধান অতিথি ছিলেন রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা।

সংবাদ বিজ্ঞপ্তি

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন ভোলার বশির উদ্দিনের ছেলে।

স্ত্রী ও দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকতেন। তিনি একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন।

বশির উদ্দিন কালের কণ্ঠকে জানান, সকালে স্ত্রীকে নিয়ে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে বোন তানিয়ার বাসায় বেড়াতে যান সুমন। হঠাৎ একটি ফোন কল পেয়ে কারো সঙ্গে দেখা করতে বাইরে যান।

এরপর আর ফেরেননি। পরে সুমনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে খবর মেলে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েও তাঁকে বাঁচানো যায়নি। এ সময় ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। ছিনতাই, নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হতে পারে। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য

আতঙ্কে বাংলাদেশি গ্রামবাসী

    মায়ানমার সীমান্তে গোলাগুলি
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
শেয়ার
আতঙ্কে বাংলাদেশি গ্রামবাসী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মায়ানমার সীমান্তের ৪৪, ৪৫, ৪৬, ৪৮ ও ৪৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের বিপরীতে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাকঢালা সীমান্ত পয়েন্টগুলোতে গোলাগুলির ঘটনা ঘটে।

সীমান্তবর্তী এলাকায় মায়ানমারের সরকারি বাহিনীর দৃশ্যমান উপস্থিতি না থাকলেও অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষের কারণে গোলাগুলির ভয়াবহ শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছে সীমান্তের কাছাকাছি বসবাসরত একাধিক স্থানীয় বাসিন্দা।

স্থানীয় লোকজন জানায়, মায়ানমারে বর্তমানে সক্রিয় বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে আরো কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ একজোট হয়েছে। এই গ্রুপগুলোকে মায়ানমারের জান্তা বাহিনী নানাভাবে সহযোগিতা করছে বলেও দাবি করছে অনেকে। ফলে সংঘাতের মাত্রা বেড়ে যাচ্ছে।

সীমান্তের ঘুমধুম, দোছড়ি ও চাকঢালার আশপাশের জনপদের মানুষ এই অস্থিরতার মাঝে দিন যাপন করছে।

গোলাগুলির শব্দে শিশু ও বৃদ্ধদের মধ্যে আতঙ্ক আরো বেশি লক্ষ করা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘কক্সবাজার ৩৪ বিজিবির অধীন চাকঢালা সীমান্ত পিলার এলাকায় ওপারে মায়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। শনিবার সকাল ১১টার দিকে একটি গুলির খোসা বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে ওই এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ইউএনও জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের প্রতি ধৈর্য ও সচেতনতা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ