ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ

ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

গাজীপুরের সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধানই আয়-ব্যয় কর্মকর্তা হওয়ার কথা। সরকারি হিসেবে তাঁর অস্থায়ীভাবে (অ্যাডহক) নিয়োগ সম্পন্ন না হওয়ায় অন্যজনকে আয়-ব্যয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই অবসরে যান কলেজের অধ্যক্ষ চৌধুরী মিজানুর রহমান।

একই দিন মাউশির সহকারী পরিচালক (কলেজ-১) তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ইসমাইল হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

পরে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট তারিকুল ইসলাম স্বাক্ষরিত অন্য চিঠিতে বলা হয়, ইসমাইল হোসেনের অ্যাডহক নিয়োগ হয়নি। তাই কলেজের সরকারি অংশের আয়-ব্যয় পরিচালনার জন্য অ্যাডহক নিয়োগপ্রাপ্ত জ্যেষ্ঠতম শিক্ষক সহকারী অধ্যাপক মো. সহিদ হাসানকে (নন-ক্যাডার) আয়-ব্যয় কর্মকর্তা ও আর্থিক লেনদেনের ক্ষমতা দেওয়া হলো।

কলেজের একাধিক সূত্র জানায়, চলতি বছরের ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় কলেজের এমপিওভুক্ত ৩৪ শিক্ষক-কর্মচারীকে সরকারি হিসেবে অস্থায়ীভাবে (অ্যাডহক) নিয়োগ দেয়।

তাঁদের মধ্যে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়া ইসমাইল হোসেনের যোগদান এখনো সম্পন্ন হয়নি। স্থানীয় এক প্রভাবশালীর কারণে সাবেক অধ্যক্ষ ইসমাইলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে গেছেন। 

এ ছাড়া সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধানই হবেন আয়-ব্যয় কর্মকর্তা এবং তিনি এসংক্রান্ত বিষয়ে দায়বদ্ধ থাকবেন। বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় কলেজের আয়-ব্যয় কার্যক্রম পরিচালনা এবং দায়বদ্ধতার জন্য একই কলেজে দুজনকে দায়িত্ব দিতে হয়েছে।

এ বিষয়ে তারিকুল ইসলাম বলেন, নিয়ম ও বিধি মেনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান বলেন, নিয়োগে অনিয়ম থাকলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক অধ্যক্ষ বলেন, পাঁচজন সিনিয়র শিক্ষকের সব তথ্য দিয়ে অধিদপ্তরে পাঠানো হলে অধিদপ্তর ইসমাইল হোসাইনকে নিয়োগ দেয়। তবে মাউশিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নামের তালিকা পাঠানোর আগে একাডেমিক কাউন্সিলের কোনো সভা হয়নি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন জানান, এমপিওভুক্তির সময় সবচেয়ে সিনিয়র তিনি।

তিনি আরো জানান, তাঁর অ্যাডহক নিয়োগ না হওয়ায় কলেজের শিক্ষক, কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের বিষয়টি শুধু আয়-ব্যয় কর্মকর্তা দেখবেন। বাকি সব বিষয়ই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তিনি পরিচালনা করবেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ওই প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

মন্তব্য

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

নতুন করে ভবন নির্মাণে শিক্ষা উপদেষ্টার কাছে মডেল পাঠানো হয়েছে। উপদেষ্টামণ্ডলীর সময় ঘনিয়ে এসেছে (মেয়াদ শেষের দিকে)। তবু নতুন ভবন নির্মাণ বাস্তবায়নের চেষ্টা থাকবে। এ সময় তিনি কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা এবং মুহূর্ত নিয়ে স্মৃতিচারণা করেন।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। আনুষ্ঠানিকতা শুরুর আগে উত্তরা মাইলস্টোন স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সকাল ৯টা থেকে প্রাক্তন শিক্ষার্থীদের আগমনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে নির্ধারিত টি-শার্ট পরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

 

 

মন্তব্য
সংক্ষিপ্ত

হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি

নিজেস্ব প্রতিবেদক
নিজেস্ব প্রতিবেদক
শেয়ার
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তাঁর অবস্থা আগের চেয়ে ভালো। ফয়জুল হাকিম আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই এই প্রবীণ বুদ্ধিজীবী সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

মন্তব্য

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

শেয়ার
ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ

মন্তব্য

সর্বশেষ সংবাদ