দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দিনাজপুরের বিরামপুরে দুই, ঝিনাইদহের কালীগঞ্জে এক ও গাজীপুরের কাপাসিয়ায় একজন করে রয়েছেন। গতকাল বুধবার ও এর আগের দিন এসব দুর্ঘটনা ঘটে।
বিরামপুর (দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজবাজার তেলের পাম্পের সামনে বাসের সঙ্গে সংঘর্ষে বন্ধুসহ এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রাজশাহী আদালতে এক মামলার সাক্ষ্য দিয়ে গত মঙ্গলবার রাতে দুই বন্ধু মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুর ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৪০) এবং খয়েরবাড়ী ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে সুজন হোসেন (৪০)। তাঁদের মধ্যে জহিরুল পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই হিসেবে নীলফামারীর জলঢাকা থানায় কর্মরত এবং সুজন ওষুধ কম্পানির প্রতিনিধি ছিলেন।
জহিরুলের বাবা বৃদ্ধা আফফার উদ্দিন বলেন, ‘চাকরিজীবনে অনেক বড় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন ছিল জহুরুলের।
দুর্ঘটনায় সব স্বপ্নের শেষ। আমার পরিবার তাঁর আয়েই চলত। ছেলের আর বড় অফিসার হওয়া হলো না।’
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামসুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থান থেকে প্রচুর রক্তক্ষরণের কারণেই মূলত তাঁদের মৃত্যু হয়েছে।
গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলটির আরোহী এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে জলপাইতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত নূরুল আমীন (৩২) কাপাসিয়া উপজেলার টোকনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৫) নামের এক পিকআপচালক নিহত হয়েছেন।
গতকাল সকালে কালীগঞ্জ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।