কোনো কথা নয়, শুধু অঙ্গভঙ্গি করে জমিয়ে রাখলেন মিলনায়তন। শিল্পীদের দৈহিক ভাষায় দর্শক কখনো শব্দ করে হেসে উঠলেন, কখনো বেদনায় নিশ্চুপ হয়ে রইলেন। নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধ, বাংলার কৃষকের সুখ-দুঃখ, গণতন্ত্র ও রাজনীতির মতো জটিল-কুটিল বিষয় শিল্পীরা উপস্থাপন করলেন ভাষা উচ্চারণহীন দেহভঙ্গি দিয়ে।
এই দৃশ্য সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সেখানে শুরু হয় তিন দিনের মূকাভিনয় উৎসব। নাট্যশালার মূল মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মূকাভিনয় পরিবেশনা। ‘গণজাগরণের মূকাভিনয় উৎসব’ শিরোনামের এই আয়োজনের সমাপ্তি ঘটবে ৫ অক্টোবর। প্রথম দিনের পরিবেশনায় সহজ কৌতুকপূর্ণ উপস্থাপনার পাশাপাশি ছিল সামাজিক অসংগতি, জলবায়ু ও পরিবেশ বিষয়ে সচেতনতা।
পরিবেশনা শুরুর আগে আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব খলিল আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মূকাভিনয় একটি আঙ্গিক অভিনয়।
এই শিল্পমাধ্যমে ভাষা ব্যবহার না করেও শিল্পীরা এমন অঙ্গভঙ্গি করেন, যা ভাষা উচ্চারণের চেয়েও শক্তিশালী। কোনো বার্তা পৌঁছে দিতে এর রয়েছে শক্তিশালী ভূমিকা।
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ স্লোগান নিয়ে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ শিরোনামের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে গতকাল থেকে শুরু হয়েছে এই মূকাভিনয় উৎসব। উৎসবে সারা দেশের ২৮টি দলের পরিবেশনায় অংশ নিচ্ছেন শতাধিক শিল্পী।
তিন দিনের এই উৎসবের প্রথম দিন দলীয় পরিবেশনা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রঙ্গন মাইম একাডেমি, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট, ময়মনসিংহের বাংলাদেশ মাইম থিয়েটার, গাজীপুরের পরিবর্তন মাইম একাডেমি, ঢাকার মনন মাইম থিয়েটার, মাইম আর্ট এবং মিরর মাইম থিয়েটারের।
আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সাইলেন্ট থিয়েটার ও মাইমো টেলস, মুন্সীগঞ্জের হিরণ কিরণ থিয়েটার, নারায়ণগঞ্জের শ্রুতি মাইম একাডেমি, কিশোরগঞ্জের জলছবি মাইম থিয়েটার, রংপুরের মুক্তবিহঙ্গ, বরিশালের ব্রজমোহন থিয়েটার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূকাভিনয়ম, ঢাকার ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্ট প্রভৃতি সংগঠন অংশ নেবে।