ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭
সেমিনারে প্রতিমন্ত্রী মাহবুব আলী

বিদেশি পর্যটক আকর্ষণে ভিসা সহজ করা জরুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিদেশি পর্যটক আকর্ষণে ভিসা সহজ করা জরুরি

বিদেশি পর্যটক বাড়াতে ভিসাপদ্ধতি সহজ করা জরুরি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, সৌদি আরব ভিসা দিয়ে দিচ্ছে সহজেই। তারা আলোচনা করছে ভিসা ছাড়া কিভাবে পর্যটকদের বিনোদন দেওয়া যায়। অথচ তারা (সৌদি আরব) আমাদের চেয়ে অনেক রক্ষণশীল।

গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত পর্যটন উন্নয়ন ও বিকাশে মিডিয়ার ভূমিকা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ারের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মুফিদুর রহমান, বাংলাদেশ মনিটর পত্রিকার সম্পাদক ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আব্দুস সালাম আরেফ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি শিবলুল আজিম কোরেশী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এটিজেএফবির সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজ।

স্বাধীনতার পর দেশ নানা ক্ষেত্রে অনেক এগিয়েছে উল্লেখ করে মাহবুব আলী বলেন, পর্যটক আকর্ষণে ভিসা সহজীকরণে আমাদের আরো এগিয়ে আসতে হবে।

আমি মরিশাস গিয়েছি, সেখানে কিছু নেই। কিন্তু আমাদের দেশে সব কিছু আছে। পর্যটকদের আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.০হ্ন সে.। চট্টগ্রাম ৩৩.৫হ্ন সে.। রাজশাহী ৩৪.৬হ্ন সে.। রংপুর ৩৪.৪হ্ন সে.।

খুলনা ৩৩.০হ্ন সে.। বরিশাল ৩৪.৫হ্ন সে.। ময়মনসিংহ ৩৫.০হ্ন সে.। সিলেট ৩৪.২হ্ন সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৮.৮হ্ন সে.।

চট্টগ্রাম ২৬.৫হ্ন সে.। রাজশাহী ২৭.৪হ্ন সে.। রংপুর ২৮.০হ্ন সে.। খুলনা ২৮.৮হ্ন সে.।
বরিশাল ২৭.৭হ্ন সে.। ময়মনসিংহ ২৮.৮হ্ন সে.। সিলেট ২৫.২হ্ন সে.

রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের
কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মন্তব্য

সতর্ক পাহারায় সেন সদস্যরা

শেয়ার
সতর্ক পাহারায় সেন সদস্যরা
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সতর্ক পাহারায় সেন সদস্যরা। গতকাল তোলা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে পাঁচজনের সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে পাঁচজনের সাজা

কাজীপুর উপজেলায় ১১ বছর আগে অপহরণের পর গৃহবধূকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবনসহ পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিতদের মধ্যে বগুড়ার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের রোকনুজ্জামান রোকনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য আরেকটি ধারায় তাঁকে আরো দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অন্য চার আসামিকে দুই বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার ছনকা ইটালিপাড়ার ছকিমুদ্দিনের স্ত্রী মালেকা খাতুন ও তাঁর ছেলে মো. মাসুদ, ধোপা বটতলার মারুফ হোসেন এবং নুর মোহাম্মদ। নিহত গৃহবধূ রিনা ইসলাম কাজীপুর উপজেলার খাসখুকশিয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।

মন্তব্য

বিএনপিকর্মী মামুন হত্যা মামলায় কাফি ও আরাফাত রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিএনপিকর্মী মামুন হত্যা মামলায় কাফি ও আরাফাত রিমান্ডে

বিএনপিকর্মী মামুন খন্দকারকে গুলি করে হত্যার মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি ও জেলার গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান তাঁদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, মামুন খন্দকার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত বছরের ৫ আগস্ট আশুলিয়া বাইপাইল এলাকায় জুলাই আন্দোলনে গিয়ে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ আগস্ট তিনি মারা যান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ