বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় জোট নামের নতুন জোট আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এই জোট।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে জাতীয় জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। জোটে থাকা অন্য দলগুলো হলো গণ অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রিন পার্টি ও বাংলাদেশ সৎ-সংগ্রামী ভোটার পার্টি।
জোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন পিআরপির চেয়ারম্যান সরদার মো. আব্দুস সাত্তার, বাংলাদেশ বেকার সমাজের সভাপতি মো. হাসান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বাদল, বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনছুর আহমেদ, বাংলাদেশ সৎ-সংগ্রামী ভোটার পার্টির চেয়ারম্যান মোবারক হোসেন।
এ ছাড়া জোটের সমন্বয়কারীরা হলেন পিআরপির মহাসচিব শরীফ সাকি, বাংলাদেশ বেকার সমাজের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ গ্রিন পার্টির মহাসচিব মো. মুস্তাকিম হোসাইন, বাংলাদেশ সৎ-সংগ্রাম ভোটার পার্টির মহাসচিব মো. নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে জোটের ঘোষণাপত্র ও নির্বাচনী ইশতেহার পাঠ করেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
তিনি বলেন, ‘স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও বাংলাদেশে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন আজও শতভাগ স্বীকৃতি পায়নি। ফলে দেশের প্রতিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চরম অব্যবস্থাপনার মধ্যে। জাতীয় জোট অন্য যেকোনো সমমনা রাজনৈতিক বা নির্বাচনী জোটের সঙ্গে মহাজোট গঠন করে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী। এই জোটের শরিক দলগুলোর প্রার্থীরা ডাব প্রতীকে সব নির্বাচনে অংশ নেবে। তবে অন্য কোনো নিবন্ধিত রাজনৈতিক দল এই জোটে বা মহাজোটে (যদি হয়) শরিক হলে তারা অন্য কোনো প্রতীক নিয়েও নির্বাচনে অংশ নিতে পারবে। জাতীয় জোট জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আঞ্চলিক কমিটি গঠনের মাধ্যমে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনৈতিক কর্মসূচি যৌথভাবে পরিচালনা করবে।’