বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বরগুনায় সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে গতকাল সোমবার শপথ নিয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়া চুয়াডাঙ্গায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনাসভা হয়। গত রবিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মাদক-বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ
বরগুনার বেতাগী উপজেলায় সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও শুভ কাজে সবার পাশে থাকার অঙ্গীকার নিয়ে শিক্ষার্থীরা শপথ নিয়েছে।
গতকাল দুপুরে শুভসংঘের বেতাগী উপজেলা শাখার আয়োজনে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, মনোয়ারা বেগম প্রমুখ।
চুয়াডাঙ্গায় আলোচনাসভা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনাসভা হয়েছে।
গতকাল দুপুরে শুভসংঘের দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনাসভার আয়োজন করা হয়।
গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুন্নবী।
সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি
সাতক্ষীরার তালা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার বিকেলে শুভসংঘের তালা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়।