ঢাকা, শুক্রবার ২২ আগস্ট ২০২৫
৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২২ আগস্ট ২০২৫
৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

‘দেশে অস্থিতিশীল পরিবেশ শক্ত হাতে দমন করা হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘দেশে অস্থিতিশীল পরিবেশ শক্ত হাতে দমন করা হবে’

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ সভার আয়োজন করে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, যারাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। একটি মহল দেশকে উল্টো পথে নিয়ে যেতে চাইছে। স্বাধীনতাবিরোধীরা সব সময় বঙ্গবন্ধুর নাম এ দেশের ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে। দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
সে অনুযায়ী কাজও করা হবে। বর্তমানে স্বাধীনতাবিরোধীরা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সাদাপাথরে পাথর লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠিত

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
সাদাপাথরে পাথর লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় পাঁচ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পট ও রেলওয়ে বাংকার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও পর্যটন স্থানের নান্দনিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অবৈধ পাথর উত্তোলনের বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় সরকার।

মন্তব্য
ড. ইউনূসের কাছে প্রতিবেদন

প্রশাসন ক্যাডারের বাইরের ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
প্রশাসন ক্যাডারের বাইরের ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। এতে প্রশাসন ক্যাডারের বাইরের অন্য ক্যাডারে তৃতীয় গ্রেড বা তদূর্ধ্ব পদের ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেন পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

জানা গেছে, প্রশাসনিক মন্ত্রণালয়ের লিখিত সুপারিশ, বৈঠকে উপস্থিত প্রতিনিধির মতামত ও আনুষঙ্গিক বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণের মাধ্যমে কমিটি সুপারিশ প্রণয়ন করেছে।

 

 

 

মন্তব্য
এবি পার্টির মঞ্জু

বিচার-জুলাই সনদ না হলে ভোট হবে না এটা বিশ্বাস করি না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিচার-জুলাই সনদ না হলে ভোট হবে না এটা বিশ্বাস করি না

জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ডের বিচার ও জুলাই সনদ না হলে জাতীয় নির্বাচন হবে নাএমন নীতিতে বিশ্বাস করে না আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মনজু বলেছেন, বিচার, জুলাই সনদ এগুলো সম্ভব; তবে এগুলো না হলে ভোট হতে দেওয়া যাবে নাএটাতে আমরা বিশ্বাসী নই।

গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাকিদের এ কথা বলেন দলটি চেয়ারম্যান মুজিবুর রহমান মনজু। বৈঠকে ৯ দফা প্রস্তাব তুলে ধরে এবি পার্টি।

এক প্রশ্নের জবাবে মনজু বলেন, শুধু ভোট করার জন্য নয়, ভোটারকে কেন্দ্রে আনাও ইসির দায়িত্ব। তাই ইসির কাছে তাঁদের আনতে প্রস্তাব করছি।

 

মন্তব্য
সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব

পোশাকশিল্পে গ্যাসসংকট নিরসনে জরুরি পদক্ষেপ চাইল বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পোশাকশিল্পে গ্যাসসংকট নিরসনে জরুরি পদক্ষেপ চাইল বিজিএমইএ

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে চলমান গ্যাসসংকট নিরসন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

গতকাল বুধবার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম এবং এ বি এম সামছুদ্দিন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি গ্যাসসংকটজনিত সমস্যাগুলো তুলে ধরে বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়া এবং পর্যাপ্ত চাপ বজায় না থাকায় অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না।

ফলে রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব : শ্রমঘন পোশাক ও বস্ত্রশিল্পকে নতুন গ্যাস সংযোগে অগ্রাধিকার দেওয়া; তিতাস গ্যাস সংযোগ অনুমোদনের যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা; সরঞ্জাম পরিবর্তন বা স্থানান্তরসংক্রান্ত আবেদনগুলো পৃথক তালিকায় রেখে দ্রুত সিদ্ধান্ত দেওয়া; কম লোড বৃদ্ধির আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ প্রদান এবং গ্যাস পাইপলাইনের শেষ প্রান্তে অবস্থিত কারখানাগুলোতে (যেমনধামরাই ও মানিকগঞ্জ) অন্তত তিন-চার পিএসআই চাপ নিশ্চিত করা।

মাহমুদ হাসান খান আরো বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান সুরক্ষায় এই খাতকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা জরুরি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বেসরকারি খাতে সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী এই খাতকে সরকার অগ্রাধিকার দিয়েছে এবং সমস্যাগুলো সমাধানে আন্তরিক।

তিনি বিজিএমইএ সভাপতির প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।

 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ