সাবেক সোভিয়েত ইউনিয়ন যুগে চন্দ্রাভিযানের ৫০ বছর পর গতকাল শুক্রবার প্রথমবারের মতো আবারও চাঁদে অভিযান পরিচালনা করেছে রাশিয়া। ১৯৭৬ সালের শেষ চন্দ্র অভিযানের পর আবার তুলনামূলক দূর মহাকাশে পা বাড়াল দেশটি।
১৯৭৬ সালে চাঁদের বুকে লুনা-২৪ অভিযানে যান পাঠিয়েছিল রাশিয়ার পূর্বসূরি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। গতকাল রাশিয়া চাঁদে পাঠাল ‘লুনা-২৫’ নামের মহাকাশযান।
মহাকাশযানবাহী রকেটটি বৃহস্পতিবার দেশটির দূরপ্রাচ্যের এক কসমোড্রোম (মহাকাশ উৎক্ষেপণকেন্দ্র) থেকে এটি পাঠানো হয়।
রাশিয়ার মহাকাশ কর্মসূচি পরিচালনাকারী কর্তৃপক্ষ রসকসমসের প্রত্যাশা, আগামী ১৬ আগস্ট এই মহাকাশযান চন্দ্রপৃষ্ঠের ১০০ কিলোমিটার উঁচুতে কক্ষপথে পৌঁছবে। চাঁদের দক্ষিণপ্রান্তে পৌঁছবে আগামী ২১ আগস্ট।
রসকসমসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলেজান্দার ব্লখিন বলেন, ‘মহাকাশ অভিযানের ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে যাচ্ছে কোনো মহাকাশযান।
এখন পর্যন্ত সব দেশের যানই চাঁদের মধ্যবর্তী অঞ্চলে অবতরণ করেছে।’
প্রসঙ্গত ভারতের পাঠানো চন্দ্রযান-৩ মহাকাশযানও চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করবে। তবে এর অবতরণের নির্ধারিত তারিখ ২৩ আগস্ট, লুনা-২৫-এর দুই দিন পরে।
রাশিয়ার নতুন দিনের চন্দ্রবিষয়ক কর্মসূচির আওতায় পরিচালিত এই মহাকাশযান চাঁদে থাকবে প্রায় এক বছরের মতো।
সেখানে পৃথিবীর উপগ্রহটির মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণা চালাবে এটি। মস্কোর জন্য এটি বড় একটি সাফল্য। কারণ, ইউক্রেনে অভিযান চালানোয় মহাকাশ কর্মসূচিসহ সব ক্ষেত্রে পশ্চিমাদের অবরোধের মুখে পড়েছে রাশিয়া।
রাশিয়ার মহাকাশ বিশেষজ্ঞ ভিতালি ইয়েগোরভ বলেন, ‘সোভিয়েত-পরবর্তী রাশিয়া প্রথমবারের মতো মহাকাশে কোনো যন্ত্রাংশ বা যান পাঠাল। সাফল্যের সঙ্গে অবতরণ করতে পারলে এই অভিযানের গুরুত্ব অনেক হবে।
’ সূত্র : এএফপি