আবারও দুই বাসের সংঘর্ষে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এক গার্মেন্টকর্মীর। গতকাল মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। এদিকে ঢাকায় ছেলেকে দেখতে আসার পথে বাবা এবং কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের সঙ্গে বাবার বাড়ি যাওয়ার পথে মৃত্যু হয়েছে মায়ের।
দুই বাসের সংঘর্ষে আবারও এক ব্যক্তির হাত বিচ্ছিন্ন
- পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭
কালের কণ্ঠ ডেস্ক

রাজবাড়ীতে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া গার্মেন্টকর্মী হলেন কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের আনসার বিশ্বাসের মেয়ে সাহিদা বেগম (৩০)। তিনি ঢাকার সাভার এলাকার একটি গার্মেন্টের কর্মী। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার কালীপুর থেকে বাবা দানু চৌধুরী (৮৪) ঢাকার নাখালপাড়ায় এসেছিলেন ছেলেকে দেখতে।
অন্যদিকে কুমিল্লায় চৌদ্দগ্রামে আমানগণ্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ছালেহা বেগমের।
এ ছাড়া নাটোরের বড়াইগ্রামের মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মাহসড়কে প্রাইভেট কার ও মাইক্রোবাসের সংঘর্ষে আব্দুল করিম (৪৫) নামের এক আম ব্যবসায়ী নিহত এবং পাঁচজন আহত হয়েছে। আব্দুল করিম ঢাকার আমিনবাজার এলাকার বাসিন্দা। ময়মনসিংহের ভালুকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় প্রান্ত ঘোষ (২২) নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। তিনি হালুয়াঘাট উপজেলার হাপানিয়া গ্রামের পরিমল ঘোষের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. আলাউদ্দিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রাধিকা-শিবপুর সড়কের সদর উপজেলার বিরামপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত আলাউদ্দিন জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুটের হাবিবুর রহমানের ছেলে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে সিরাজুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফফার আলী মোল্লার ছেলে। পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের ধাক্কায় কুলসুম বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূ কুলসুম উপজেলার ফুলঝুড়ি গ্রামের ইজি বাইক চালক কবির হোসেনের স্ত্রী।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন কালের কণ্ঠর নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিরা]
সম্পর্কিত খবর

আইএমওতে পুনর্নির্বাচনে প্রার্থী বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) ২০২৬-২৭ মেয়াদের কাউন্সিলে পুনর্নির্বাচনের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা দাখিল করেছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী নিরাপদ, সুরক্ষিত ও টেকসই সামুদ্রিক কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হলো। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার লন্ডনে আইএমও সদর দপ্তরে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ বাংলাদেশের পক্ষে প্রার্থিতা উপস্থাপন করেন। আইএমওতে ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিনটি বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রতিরক্ষাসচিবের পরিচয় ব্যবহার করে প্রতারণা
নিজস্ব প্রতিবেদক

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি মো. আশরাফ উদ্দিনের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর (যেমন—০১৩৩৭-৪০৯৩১৮ ও ০১৩৩৯-০৫৪০০৮) এবং হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা দাবি করছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সম্মেলনে বিমানবাহিনী প্রধান উপস্থিত এয়ার ভাইস মার্শাল পদবির কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কর্মকর্তাদের ক্ষমা করে দিলেন এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে আন্দোলনের কারণে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সে ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ব্যানারে আন্দোলনকারী অনেক কর্মকর্তা চেয়ারম্যানের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন। সূত্র বলছে, শতাধিক আয়কর ক্যাডারের কর্মকর্তা চেয়ারম্যানের কাছে ব্যাচভিত্তিক ক্ষমা চেয়েছেন।