সংক্রমিত আক্কেল দাঁত পেরিকরোনাইটিস নামেও পরিচিত, একটি বেদনাদায়ক ও অস্বস্তিকর হতে পারে।
পেরিকরোনাইটিস ঘটে থাকে যখন প্রভাবিত আক্কেল দাঁতের চারপাশের টিস্যু স্ফীত ও সংক্রমিত হয়। ঠিক এই মুহূর্তে আক্কেল দাঁত ওঠার সময় চারপাশের মাড়ি দিয়ে ঢাকা থাকে, যেটাকে আমরা অপারকুলাম বলে থাকি। এই অপারকুলাম ভেদ করে আক্কেল দাঁত উঠতে না পারার সময় ব্যথা হতে পারে।
এ সময় সঠিক চিকিৎসার অভাবে মাড়ি ফুলে যায় এবং মুখে দুর্গন্ধ তৈরি হয়। সবচেয়ে বেশি যে লক্ষণ নিয়ে রোগীরা বলেন সেটি হলো প্রচণ্ড মাথা ব্যথা ও জ্বর।
আক্কেল দাঁত ওঠার সাধারণ লক্ষণ
* আক্রান্ত স্থানের চারপাশে ব্যথা ও ফোলাভাব।
* মুখ খোলার সময় অসুবিধা বা ব্যথা।
খাবার খেতে অসুবিধা হওয়া।
* কান ও মাথায় প্রচণ্ড ব্যথা।
* মুখে দুর্গন্ধ বা অপ্রীতিকর স্বাদ।
* গলায় লিম্ফ নোড ফোলা।
* গুরুতর ক্ষেত্রে জ্বর ও সাধারণ অসুস্থতা।
চিকিৎসা : যদি আপনি সন্দেহ করেন যে আপনার একটি সংক্রমিত আক্কেল দাঁত আছে, তবে অবশ্যই লবণ ও গরম পানি দিয়ে দিনে চার-পাঁচবার কুলকুচি করবেন। ডেন্টাল সার্জনের কাছে পরামর্শ নেবেন। সংক্রমণ ছড়িয়ে পড়লে এবং আরো জটিলতা সৃষ্টি হলে আক্কেল দাঁতের জন্য তার পাশের মাড়ির দাঁতগুলোর ওপর ক্ষতিকর প্রভাব পড়ে।
করণীয়
জীবাণুমুক্তকরণ : প্রথমে আক্কেল দাঁতের চারপাশের মাড়ি স্যালাইন ওয়াশ দিয়ে জীবাণুমুক্ত করা হয় অথবা পভিডন আয়োডিন ১ শতাংশ দিয়ে ওয়াশ করা হয়।
যদি চারপাশে মাড়ি ফুলে না যায়, শুধু ব্যথার জন্য ব্যথানাশক ট্যাবলেট খাওয়া যেতে পারে এবং লবণ ও গরম পানি দিয়ে প্রতিদিন চার-পাঁচবার কুলকুচি অথবা বেনজি ডাই-অ্যামিন মাউথ ওয়াশ দিনে দুই বেলা ব্যবহার করা যেতে পারে। এটা দুই সপ্তাহ করা যেতে পারে।
দাঁত পরিষ্কার করা : ডেন্টাল সার্জন আক্রান্ত স্থানে দাঁতের চারপাশে আটকে থাকা কোনো ধ্বংসাবশেষ বা ব্যাকটেরিয়া অপসারণ করতে পারেন।
অপারকুলেকটমি : এটি একটি বিশেষ মাইনর সার্জারি, যার মাধ্যমে অপারকুলাম লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়, যাতে লুকিয়ে থাকা আক্কেল দাঁতের উঠে আসা সহজ হয়। পরবর্তী ধাপে ডেন্টাল সার্জন রোগীকে প্রথম দুই সপ্তাহ লবণ ও গরম পানি দিয়ে ঘন ঘন কুলকুচি এবং ভিটামিন সি-জাতীয় খাবার গ্রহণ করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। যাতে মাড়ির চারপাশে সময়মতো ক্ষতস্থান পূরণ হয়।
আক্কেল দাঁত তোলা : বারবার বা গুরুতর সংক্রমণের ক্ষেত্রে ডেন্টাল সার্জন মাইনর সার্জারির মাধ্যমে আক্কেল দাঁত অপসারণের পরামর্শ দিতে পারেন।
পরামর্শ দিয়েছেন
ডা. হাসিনা আক্তার বেগ
ওরাল ও ডেন্টাল সার্জন, ফরাজী ডায়াগনসিস সেন্টার ও হাসপাতাল, বারিধারা, ঢাকা