প্রথম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত এবং সব ধরনের প্রশিক্ষণ প্রগ্রামে ইসলাম তথা ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক এবং বর্তমান শিক্ষাক্রমকে বিশেষজ্ঞ আলেম-উলামার সমন্বয়ে সংশোধন করাসহ ১০ দফা দাবি জানিয়েছে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বোর্ড পরীক্ষায় ধর্ম শিক্ষার জন্য স্বতন্ত্র পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণ ও শিক্ষাবৈষম্য দূরীকরণের দাবিতে আয়োজিত এক জাতীয় সেমিনারে এসব দাবি উত্থাপন করেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের নেতারা।
১০ দফা দাবি হলো বর্তমান শিক্ষাক্রমকে বিশেষজ্ঞ আলেম-উলামা সমন্বয়ে সংশোধন করা; শিক্ষার সর্বস্তরে ও সব শাখায় (প্রথম শ্রেণি থেকে মাস্টার্স, মেডিক্যাল, ইঞ্জিনিয়ার ও আইসিটি) সব ধরনের প্রশিক্ষণ প্রগ্রামে ইসলাম তথা ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা; নবম ও দশম শ্রেণিতে ইসলামী শিক্ষা তথা ধর্ম শিক্ষাকে বোর্ড পরীক্ষার অন্তর্ভুক্ত করা; মাদরাসা শিক্ষার স্বকীয়তা রক্ষা ও যোগ্য আলেম তৈরির লক্ষ্যে মাদরাসা শিক্ষার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন ও বাস্তবায়ন করা; সরকারি ও বেসরকারি শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করা; মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অবাধে প্রবেশের লক্ষ্যে আরবি ভাষা কোর্স চালু করা; স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা মঞ্জুরির স্থগিতাদেশ প্রত্যাহার করা এবং মঞ্জুরিপ্রাপ্ত ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করা; মাদরাসা ও কলেজের অনার্স কোর্সের জন্য প্রয়োজনীয়সংখ্যক জনবল নিয়োগের ব্যবস্থা ও এমপিওভুক্ত করা; এমপিওভুক্ত মহিলা মাদরাসায় সম্পূর্ণ মহিলা শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করা ও পুরুষ মাদরাসায় মহিলা কোটা নিয়োগের শর্ত শিথিল করা এবং ইসলামী শিক্ষার সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোতে (মাদরাসা শিক্ষা বোর্ড, মাদরাসা অধিদপ্তর, বিএমটিটিআই, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়) ইসলামী শিক্ষায় শিক্ষিত বিশেষজ্ঞ নিয়োগের ব্যবস্থা করা।
।