ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত কোনো সড়কবাতি নেই। ফলে সন্ধ্যার পরপরই অন্ধকার হয়ে যায় এ অংশের সড়কগুলো। এ সময়ে এই এলাকায় ভিড় জমায় অনেকেই। ফলে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে শিক্ষার্থীদের।
সড়কবাতি নেই, ঝুঁকিতে শিক্ষার্থীরা
মানজুর হোছাইন মাহি

গত বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, শাহবাগ থানার পর থেকে টিএসসি পর্যন্ত নেই কোনে সড়কবাতি। এ অংশে তেমন কোনো অন্যান্য বাতিও নেই। কবি কাজী নজরুল ইসলামের সমাধির এখানে বাতি আছে, তবে সেটি সড়কবাতি নয়। এই পুরো অংশটুকুই সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায়।
সড়কবাতি না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত এই রাস্তায়। রমনা কালীমন্দিরে ঢোকার গেটসংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাস্তায় আলো না থাকায় এখানে বসে অনেকেই মাদক সেবন করে থাকে। আগে এখানে সড়কবাতি থাকলেও মেট্রো রেলের কাজের জন্য এখন আর নেই। সন্ধ্যার পর এই অংশ হেঁটে যেতেই ভয় লাগে। বিভিন্ন সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। পাশাপাশি বহিরাগত, ভবঘুরে, মাদকাসক্তরাও থাকে বলে এই এলাকা পার হতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী সংগীতা সরকার বলেন, ‘কার্জন হল থেকে টিএসসি এবং টিএসসি থেকে শাহবাগ, কোনো রাস্তায় আলোর ব্যবস্থা নেই। প্রায় সময় মাতাল লোকজন ঘোরাফেরা করে। তাই পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারে না। আবার গাড়িগুলো দ্রুতগতিতে যায়। চলাচল করতে খুবই সমস্যা হয়। মেয়েরাও হয়রানির শিকার হন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপই দেখি না।’
বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘রাস্তাটা সব সময় অন্ধকার থাকে। তার ওপর ভবঘুরে সব মানুষের আস্তানা আমাদের ক্যাম্পাস। প্রায়ই মেট্রো রেলের নিচ দিয়ে রাস্তায় আসার সময় এসব মানুষের সম্মুখীন হতে হয়। এ ছাড়া এত অন্ধকার থাকে যে কোনো অপরাধ ঘটলেও মানুষের চোখে পড়বে না। সড়কবাতি হলে অনেক মেয়েই এখান দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ বিষয়ে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ‘সড়কবাতি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার কাজ সিটি করপোরেশনের। তারা এটির ব্যবস্থা করে দিতে পারবে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এখানে সড়কবাতি ছিল। মেট্রো রেলের কাজের জন্য এখন এখানে নেই। কাজ শেষ হলে সড়কবাতি স্থাপন করা হবে।’
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে যে কাজ শেষ হওয়ার পরে আমরা এই সড়কবাতি স্থাপনের খরচ দিয়ে দেব। তারা তাদের ডিজাইন অনুযায়ী এটি লাগিয়ে নেবে।’ আগামী জুলাইয়ের মধ্যে এ কাজ শেষ হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরাও জানি; কিন্তু এখানে সাময়িক সময়ের জন্য কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। দ্রুতই মেট্রো রেলের নির্মাণকাজ শেষ হয়ে যাবে। তখনই সড়কবাতি স্থাপন করা হবে।’
সম্পর্কিত খবর

ভিডিও বার্তায় আসিফ নজরুল
বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেবে মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। গতকাল দেশটি এই ঘোষণা দেয়। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের যে শ্রমিক ভাই-বোনরা আছেন, তাঁদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে বলে ঘোষণা দিয়েছে।

‘সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি’ ভাঙা নিয়ে বিতর্ক
- পুনর্নির্মাণে সহযোগিতা করতে চায় ভারত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহ শহরের প্রায় ২০০ বছরের পুরনো বাড়ি ভেঙে শিশু একাডেমি ভবন নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে দাবি করেছেন, বাড়িটি প্রখ্যাত লেখক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের।
বাড়িটি ভাঙার বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, এ সম্পর্কে তথ্য চেয়ে তিনি জেলা শিশুবিষয়ক কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। তিনি জানান, এটি রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি এবং সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নিবাস ছিল বলে তিনি বইয়ে জেনেছেন।
এদিকে গত রাতে জেলা প্রশাসক মো. মুফিদুল হক ঘটনাস্থলে বাড়িটির প্রকৃত মালিকের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় তিনি ময়মনসিংহের স্থানীয় একাধিক বিশিষ্টজনের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরনো এই ভবন একসময় শিশু একাডেমিরই অফিস ছিল। প্রায় ১০/১৫ বছর আগে ভবনটির দুরবস্থার জন্য শিশু একাডেমির অফিস এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ভবনটি পুরোপুরি বিধ্বস্ত ছিল। সম্প্রতি ভবনটি ভেঙে এখানে নতুন ভবন নির্মাণের সিদ্বান্ত নেয় শিশু একাডেমি।

মহাখালীতে পথশিশু ধর্ষণ মূল অভিযুক্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় ৯ বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। গত সোমবার রাতে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে শিশুটি ধর্ষণের শিকার হয়। রাতেই তাকে ওসিসিতে আনা হয়।

সংক্ষিপ্ত
নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) ৫১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব ও কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে বদলি করা হলেও তাঁদের অংশটুকু সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।