ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭
দাওয়াই

প্রস্রাবের সঙ্গে প্রোটিন গেলে সতর্ক হন

শেয়ার
প্রস্রাবের সঙ্গে প্রোটিন গেলে সতর্ক হন

কিডনি সমস্যার খুব প্রাথমিক একটি লক্ষণ হলো প্রস্রাবে প্রোটিন মানে অ্যালবুমিন যাওয়া। প্রস্রাবে কী পরিমাণ অ্যালবুমিন যাচ্ছে, তা দেখে আগাম কিডনি রোগ শনাক্ত করা যায়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম

মেডিক্যাল কলেজ

 

অ্যালবুমিন হলো রক্তে থাকা দেহের প্রোটিন। দেহের গঠন, রোগবালাই প্রতিরোধ ও রোগবালাই থেকে সেরে ওঠার ক্ষেত্রে প্রোটিনের প্রয়োজনীয়তা রয়েছে।

তবে এই প্রোটিন থাকবে রক্তে, প্রস্রাবে নয়।

প্রস্রাবে অ্যালবুমিন গেলে যে জটিলতা দেখা দেয়—

কিডনির অন্যতম প্রধান কাজ হলো রক্ত ফিল্টার করা। কিডনি সুস্থ থাকলে এই ফিল্টার বা ছাঁকনি দেহের জন্য প্রয়োজনীয় পদার্থ যেমন—প্রোটিন শরীরকে ফিরিয়ে দেয় এবং বর্জ্য বের করে দেয়।

কিডনির ক্ষতি হলে অ্যালবুমিন চুয়ে পড়ে মূত্রে।

আর এতে বোঝা যায়, কিডনির ফিল্টারের ক্ষতি শুরু হয়েছে। এটি কিডনি রোগের আগাম লক্ষণ হতে পারে।

* পরিবারে উচ্চ রক্তচাপ, হার্টের রোগ ও ডায়াবেটিস থাকলে

* যাদের পরিবারে কিডনি ফেইলিওরের ইতিহাস আছে

* বয়স ৬৫-এর ওপরে গেলে প্রস্রাবের রুটিন চেকআপ জরুরি

রোগ নির্ণয়

ইউরিন অ্যালবুমিন সহজ পরীক্ষা। প্রস্রাবের অল্প নমুনা নিয়ে একে পরীক্ষা করা হয়।

অনেক সময় বাসায় নিজে নলে প্রস্রাব নিয়ে ডিপ স্টিক স্ট্রিপ প্রস্রাবে ঢুকিয়ে পরীক্ষা করা যায়। রঙের বদল নির্দেশ করে অ্যালবুমিনের উপস্থিতি ও আনুমানিক পরিমাণ।

চিকিৎসা

যদি দেখা যায়, কিডনি রোগ হয়েছে তাহলে চিকিৎসা লাগবে। রোগ অনেক অগ্রসর না হলে অনেক রোগী বুঝতে পারেন না কিডনি রোগ হয়েছে। তাই সতর্ক থাকতে কিডনি রোগের লক্ষণগুলো চিনে রাখতে হবে।

শরীর ফোলা, শ্বাসকষ্ট, বারবার প্রস্রাব, হিক্কা, ক্লান্তি, অনিদ্রা, বমি বমি ভাব, ত্বক চুলকানো।

 

এসব লক্ষণ থাকলে নেফ্রলজিস্টের পরামর্শ নিতে হবে। তিনি ডায়েট তালিকা দেবেন। প্রয়োজনে ওষুধ খেতে বলবেন। এ ছাড়া জীবনযাত্রায় আনতে হবে স্বাস্থ্যকর পরিবর্তন। ওজন বেশি থাকলে তা কমাতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে ও ধূমপান ছাড়তে হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মানববন্ধন ও বিক্ষোভ

শেয়ার
মানববন্ধন ও বিক্ষোভ
৪৩তম বিসিএস নন-ক্যাডার এর অধিযাচিত সকল পদে দ্রুত সার্কুলার প্রকাশের দাবিতে গতকাল সকালে আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় ১২ বছরের শিশু এবং রমনায় একটি বাসা থেকে সুফিয়া আক্তার (১০) নামে অপর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা ও ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেশিশুটিকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে গৃহকর্মী ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

 

মন্তব্য

চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর ও গুলির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন মো. আব্বাস, মো. ইয়ামিন, মো. সোহেল, মো. মাজহারুল ও মো. চাঁদ মিয়া।

গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য দেন। তিনি বলেন, এর আগে গত রবিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা আট।

এ ঘটনায় মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে।

দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন।

মন্তব্য
সংক্ষিপ্ত

ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

রাজধানীর ওয়ারী থানায় হামলার শিকার হয়েছে সৈয়দ রেদোয়ান মাওলা (১৭) নামের এক শিক্ষার্থী। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯) নামের দুই কিশোরকে আটক করে পুলিশে দেয়।

রবিবার রাত ৯টার দিকে হাটখোলা রোডে ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, হামলাকারী ও ভুক্তভোগী সবাই শিক্ষার্থী।

তাদের মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ওই রাতে পাঁচ-ছয়জন শিক্ষার্থী তাকে মারধর করছিল। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে পুলিশে দেয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ