হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা ফেরত না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বিষ্ণু সরকার (২২) নামের এক যুবককে বাড়িতে ডেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া দিনাজপুর ও ময়মনসিংহে দুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রাজবাড়ীর পদ্মার চর থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের সংবাদে বিস্তারিত—
হবিগঞ্জ : বানিয়াচংয়ে পাওনা টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বিষ্ণু সরকার (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মিন্নত আলীকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার ইকরাম গ্রামের বিষ্ণু সরকারের কাছে একই গ্রামের মিন্নত আলী ২০ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু বিষ্ণু টাকা দিতে গড়িমসি করে।
এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে তাঁকে বাড়িতে ডেকে নিয়ে টাকা চান মিন্নত। কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশি অস্ত্র দিয়ে আঘাত করলে বিষ্ণু মারা যান।
হত্যার পর লাশ গুমের চেষ্টা করলে বানিয়াচংয়ের সুজাতপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুর রহিম বলেন, ‘পাওনা টাকাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’
পদ্মার চরে প্রতিবন্ধীর লাশ
রাজবাড়ী : হাসপাতাল থেকে পালানো আফজাল খাঁ (১৫) নামের এক প্রতিবন্ধী কিশোরের লাশ রাজবাড়ীর পাংশায় পদ্মার চর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টায় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়ার গ্রামের পদ্মার চর থেকে লাশটি উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ।
আফজালের বাবা কাশেম খাঁ বলেন, গত বুধবার বাড়ি থেকে হারিয়ে যায় আফজাল।
সহকারী সিনিয়র পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
দিনাজপুর : সদর উপজেলায় জিয়াবুর রহমান (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার পর লাশ খড়ের গাদার ভেতর লুকিয়ে রেখেছিল দুষ্কৃতকারীরা। গত শুক্রবার ইফতারের সময় আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ (আঞ্চলিক) : নান্দাইলে জাহাঙ্গীরপুর ইউনিয়নের দিঘলাপাড়া গ্রামে মাজিম উদ্দিনকে (৭০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নে ও তাঁদের ছেলেদের বিরুদ্ধে। শুক্রবার হামলায় আহত হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর মারা যান।