ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরিবেশ ও শব্দদূষণ রোধ এবং শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকি কমাতে যানবাহন প্রবেশ সীমিত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য বিশ্ববিদ্যালয় এলাকার পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় ‘নিরাপত্তা ও নজরদারি বক্স’ বসানো হবে। এর আগে স্বাভাবিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ বজায় রাখতে গত মাসে বিশ্ববিদ্যালয় এলাকায় ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যানবাহন প্রবেশ সীমিতকরণের নীতি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো দিয়ে রিকশা, প্রাইভেট কার, অ্যাম্বুল্যান্স ও মাইক্রোবাস বাদে অন্যান্য পরিবহন (যেমন—বাস, লরি, ট্রাক, মালবাহী যানবাহন ইত্যাদি) বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত যানবাহনগুলোকে তাদের নির্দিষ্ট যে রুট রয়েছে, সেই রুটেই চলতে হবে।
এসব যানবাহনের বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ পাঁচটি জায়গায় এসব বক্স বসানো হবে। জায়গাগুলো হলো বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী, নীলক্ষেত, শাহবাগ, কার্জন হল কর্নার এলাকায়, হাইকোর্ট মোড় ও শহীদুল্লাহ হল প্রাঙ্গণ। বক্সগুলোতে নিরাপত্তাকর্মী থাকবেন।
যানবাহনের গতিবিধি নজরদারির জন্য সিসিটিভিও স্থাপন করা হবে। এ ছাড়া বক্সগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিমের কিছু হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর মধ্যেই বক্সগুলো তৈরির কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও আধুনিকতার আদলে বক্সগুলো ডিজাইন করা হবে।
বক্সগুলোতে সিসিটিভি, ওয়াকিটকি, ইন্টারনেট সংযোগসহ নানা ব্যবস্থা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ভারী যানবাহন নিয়ন্ত্রণে আমরা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করে আসছি। তবে কিছু নিয়ন্ত্রণ স্থাপনা না থাকলে এটি একদম বন্ধ করা যাবে না। সে জন্য বক্সগুলো বসানো হচ্ছে।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘বক্সগুলোতে গুরুত্বপূর্ণ কিছু নম্বর থাকবে।
নিরাপত্তাকর্মী থাকবে, যারা যানবাহনগুলো নজরদারি ও নিয়ন্ত্রণ করবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’