বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে নির্ভরযোগ্য সূত্র জানায়, গ্রেপ্তার করা পাঁচ ব্যক্তিই নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া’র সদস্য।
গতকাল বুধবার রাতে র্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার করা ব্যক্তিদের বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের মেঘলায় র্যাব লিয়াজোঁ অফিসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।