গণবিশ্ববিদ্যালয়ের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা
সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়কসহ গণবিশ্ববিদ্যালয়ের পাঁচ খেলোয়াড় শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে এক অনুষ্ঠানে সদ্যঃসমাপ্ত বঙ্গবন্ধু আন্ত বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ কৃতী খেলোয়াড়দেরও সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও গণবিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তি
এআইইউবিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারবিষয়ক কনফারেন্স

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার ‘ডিসকভার ইংলিশ ২০২২ : স্টুডেন্টস কনফারেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ শীর্ষক কনফারেন্স হয়েছে। এআইইউবি এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় এ কনফারেন্স হয়। এতে সারা দেশের ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের ১২৬টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ।
সংবাদ বিজ্ঞপ্তি
সুবিধাবঞ্চিত শিশুদের পথ দেখাবে ডিআইএসএস

সুবিধাবঞ্চিত, অসহায় এবং অভিভাবকহীন শিশুরা বিনা খরচে পড়বে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এ লক্ষ্যে চার হাজার সুবিধাবঞ্চিত শিশু নিয়ে সাভারের আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে গড়ে তোলা হয় ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (ডিআইএসএস)। গত বুধবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। কথা বলেছেন ফেরদৌস, আহাদ, শামীম, খালেদদের মতো সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে।
প্রতিমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠান একদিন দেশের সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের বাতিঘর হিসেবে পথ দেখাবে। সমাজের বিত্তবানরা এমন প্রতিষ্ঠান গড়তে এগিয়ে এলে এ দেশে ভবিষ্যতে আর কোনো পথশিশু খুঁজে পাওয়া যাবে না। সংবাদ বিজ্ঞপ্তি