ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

খেলতে খেলতে শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
খেলতে খেলতে শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশ
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে গতকাল ‘খেলার জগৎ গড়ি’ শীর্ষক বর্ণিল আয়োজন এবং ‘প্লে ল্যাব মডেল’ উপস্থাপন করে ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি)। ওই আয়োজনে অংশ নিয়ে শিশুরা মেতে ওঠে নির্মল আনন্দে। ছবি : কালের কণ্ঠ

কাগজ কেটে কেউ নকশা করছে। আবার কেউ বা মাটি দিয়ে বানাচ্ছে খেলনা। ছবি আঁকতে গিয়ে কারো মুখে-জামায় লেগে যাচ্ছে রং। তার পাশে দোলনায় দোল খাচ্ছে কয়েকজন।

হ্যাট পরা অদ্ভুত এক জাদুকর বাচ্চার কান থেকে কয়েন বের করে দেখাচ্ছে জাদু। তা দেখে খিলখিল হাসিতে গড়াগড়ি যাচ্ছে শিশুরা। চার বছরের এক শিশুর কণ্ঠ থেকে ভেসে এলো— ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’। সেই গানের সুরে তাল মেলাল অন্য শিশুরা।
 

গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে গিয়ে দেখা গেল একঝাঁক শিশুর এমন আনন্দময় চিত্র। ‘খেলার জগৎ গড়ি’ শীর্ষক বর্ণিল এই আয়োজন এবং ‘প্লে ল্যাব মডেল’ উপস্থাপন করে ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি)। আর ওই আয়োজনে অংশ নিয়ে শিশুরা মেতে ওঠে এমন নির্মল আনন্দে। 

ব্র্যাকের ৫০তম এবং প্রাক-শৈশব উন্নয়ন কার্যক্রমে ব্র্যাকের অন্যতম প্রধান অংশীদার লেগো ফাউন্ডেশনের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছরের শুরু থেকে ‘খেলার জগৎ গড়ি’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু করে ব্র্যাক।

ক্যাম্পেইনের শেষাংশে গতকাল ‘প্লে ল্যাব মডেল’-এর কার্যক্রম উপস্থাপন করা হয়। এ আয়োজনে শিশুদের আঁকা ছবি, হাতে বানানো খেলনা ও খেলার উপকরণ প্রদর্শন করা হয়।

ব্র্যাক আইইডির সিনিয়র প্রগ্রাম স্পেশালিস্ট নাদিয়া হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘প্লে ল্যাব মডেলের মূল উদ্দেশ্য খেলার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশ সাধন করা। এতে শিশুরা পরে যখন স্কুলে ভর্তি হবে তখন তাদের স্কুলভীতি থাকবে না। স্কুলে যেতে শুরু করার আগেই তারা খেলতে খেলতে অনেক কিছু শিখে ফেলছে।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় একটি কক্ষে স্থানীয় চার-পাঁচ বছর বয়সী শিশুদের নিয়ে এই প্লে ল্যাব কর্মসূচি পরিচালিত হয়েছে।

রাজধানীর মাদারটেক এলাকার বাসিন্দা গৃহিণী রানু আক্তার। গতকালের আয়োজনে তিনি তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে আমেনাকে নিয়ে আসেন। ভবিষ্যতে মেয়েকে শিক্ষিকা বানানোর স্বপ্ন তাঁর। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘ব্র্যাকের খেলার জগৎ স্কুলে আমার মেয়ে কোনো খরচ ছাড়াই ছড়া বলা, রং করাসহ বিভিন্ন খেলা শিখছে। এতে আমার মেয়ের মানসিক বিকাশ ওর বয়সী অন্য শিশুদের তুলনায় বেশি।’

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ, উগান্ডা ও তানজানিয়ায় ৬৫৬টি প্লে ল্যাব পরিচালনা করছে ব্র্যাক। এর মাধ্যমে এক থেকে পাঁচ বছর বয়সী ১১ হাজার ৫০০ শিশুকে সম্পৃক্ত করা হয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে এ কার্যক্রমের প্রসার ঘটানো হয়েছে। এ পর্যন্ত ৯টি জেলার ৩২টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০টি প্লে ল্যাব স্থাপন করা হয়েছে। চার-পাঁচ বছর বয়সী প্রায় ১২ হাজার  শিশু এসব প্লে ল্যাবে খেলার মাধ্যমে শেখার সুযোগ লাভ করেছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

সচিবালয়ের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সচিবালয়ের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলা করেন।

এতে বিভিন্ন কলেজের অজ্ঞাতপরিচয় শিক্ষার্থী ও স্বার্থান্ব্বেষী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতপরিচয় এক হাজার থেকে এক হাজার ২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করে।

মন্তব্য

‘জুলাই সনদ’ ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
‘জুলাই সনদ’ ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে চলতি মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা না হলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং কফিন মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, সরকার বারবার সময় নিয়েও জুলাই সনদ ঘোষণা করেনি, যা গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। ৩১ জুলাইয়ের মধ্যে সনদ ঘোষণা না হলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং কফিন মার্চের মাধ্যমে চূড়ান্ত মুক্তির ডাক দেওয়া হবে।

তিনি জানান, ওই মার্চে সরকারের প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন প্রতীকীভাবে বহন করবেন শহীদদের মা-বাবারা।

 

 

মন্তব্য

সাবেক ডিআইজি বাতেনের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক ডিআইজি বাতেনের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তাঁর স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আব্দুল বাতেন ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে গতকাল আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি। আব্দুল বাতেনের আবেদনে বলা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে।

এ ছাড়া হীরার বিরুদ্ধে স্বামী আব্দুল বাতেন কর্তৃক ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের কাজে সহায়তার অভিযোগ তদন্তাধীন।

মন্তব্য
সংক্ষিপ্ত

আবুল বারকাত ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আবুল বারকাত ২ দিনের রিমান্ডে

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা, গতকাল সকালে কারাগার থেকে তাঁকে আদালতে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। এ সময় তাঁর আইনজীবী শাহিনুর ইসলাম জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি চলাকালে বারকাত বলেন, জীবনে প্রথম এভাবে আদালতে দাঁড়িয়ে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪২ বছর শিক্ষকতা করেছি। ঘটনাচক্রে জনতা ব্যাংকের চেয়ারম্যান হই। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালের যত কথা বলা হচ্ছে, লোনের বিষয়ে বলা হচ্ছে, আমি এ বিষয়ে কিছু জানি না।

মন্তব্য

সর্বশেষ সংবাদ