এবার সংবর্ধনা পেলেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের মাছুরা পারভীন, ইতি রানী মণ্ডল ও সাথী বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার মাছুরা পারভীনকে সাতক্ষীরার কলারোয়া উপজেলা এবং রানী মণ্ডল ও সাথী বিশ্বাসকে সংবর্ধনা দেয় মাগুরা জেলা প্রশাসন।
কলারোয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাছুরাকে এবং মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের দিনান্ত ক্লাবে সংবর্ধনা দেওয়া হয় রানী ও সাথীকে। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা দেন তালা-কলারোয়া সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ এবং রানী ও সাথীর হাতে পুরস্কার তুলে দেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নাসরিন সুলতানা।