ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

দেশে ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় হতে পারে

  • শ্রীপুরে জলবায়ু সেন্টার উদ্বোধনে আইনুন নিশাত
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
দেশে ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় হতে পারে
গতকাল শ্রীপুরের উত্তর পেলাইদ গ্রামে সিসিডিবির জলবায়ু সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা। ছবি : কালের কণ্ঠ

ঘূর্ণিঝড় ইয়ান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অন্তত ৪৫ জনের প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এটা ছিল ক্যাটাগরি-৪ মাত্রার। কিন্তু একটি গবেষণাপত্র আসছে, যেটির চতুর্থ প্রতিবেদন আগামী বছরের মার্চ-এপ্রিলে পাওয়া যাবে। সেটির প্রথম খণ্ডে বলা হয়েছে, বাংলাদেশে ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় হতে পারে।

গতকাল শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ গ্রামে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) জলবায়ু সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য দিলেন জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত। ক্যাটাগরি-৫ মাত্রা হচ্ছে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ শক্তিশালী অবস্থা। এতে বাতাসের গতিবেগ থাকে ঘণ্টায় ২৫২ কিলোমিটারের বেশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বত্তৃদ্ধতা করেন পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত, সিসিডিবির জলবায়ু স্টোরের উপদেষ্টা পর্ষদের সদস্য সালিমুল হক, প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী পরিচালক জয়ন্ত অধিকারী এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের আন্তর্জাতিক কর্মসূচির পরিচালক পেট্রা বার্নার।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য যে ক্ষতি হচ্ছে, তা মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী কৃষিতে এবং কৃষিসংক্রান্ত নানা খাত উদ্ভাবনে বরাদ্দ দিচ্ছেন। হাওর এলাকায় কিভাবে ধান ১০ থেকে ১৫ দিন পানির নিচে টিকে থাকতে পারে, সে বিষয়ে আমাদের বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন।

অধ্যাপক আইনুন নিশাত ঘূর্ণিঝড় ইয়ানের প্রসঙ্গ টেনে  বলেন, ‘আগামী বছরের মার্চ-এপ্রিলে ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড়ের আশঙ্কার ওই গবেষণাপত্র বেরোলেই পৃথিবী নড়েচড়ে বসবে।’ তিনি আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে যখন বৃষ্টি হওয়ার কথা, তখন হবে না। যখন হওয়ার কথা না, তখন হবে। যেখানে বৃষ্টি হওয়ার কথা, সেখানে কম হবে। যেখানে হওয়ার কথা না, সেখানে বেশি হবে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দিনে দিনে খাদ্য উৎপাদন কমবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কমেছে অনেকটাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কিছুদিনও দেশে বৃষ্টি কম থাকতে পারে। তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি হবে প্রতিদিনই।

এ সময় দেশের উত্তরে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে। আগামী ২৪ জুলাই থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি কিছুদিন কম থাকবে। তবে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।

২০ বা ২১ জুলাই দেশের এই তিন বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি অপেক্ষাকৃত কম থাকতে পারে এ সময়।’

নাজমুল হক জানান, বৃষ্টি কম থাকার সম্ভাবনা থাকায় আগামী কিছুদিন সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না।

বিক্ষিপ্তভাবে কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রিও উঠতে পারে। ২৪ জুলাই থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। তখন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে। ঢাকায় কিছুদিন রোদ-বৃষ্টির খেলা থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মন্তব্য

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির অনেক মালপত্র পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য দেন ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

তিনি বলেন, রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ১০টা ৫১ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর ১১ মিনিটের পর অর্থাৎ ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট।

 

মন্তব্য

দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ অভিযোগ গঠন করেন। তবে জামিনে থাকা আসামি সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তাঁর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, আসামি সম্রাট অসুস্থ।

এ জন্য তিনি আদালতে হাজির হতে পারেননি। তবে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করা হয়।

সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘সপ্তম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ২০২৫ সালে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আরো বক্তব্য দেন ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের  অধ্যাপক ড. ফকরুল আলম (অব.) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ