kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

নদীতে পড়ে ব্যবসায়ী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম নগরীর সদরঘাটে নৌকায় ওঠার সময় কর্ণফুলী নদীতে পড়ে বাহারুল আলম বাহার (৬২) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে সদরঘাটের ৫ নম্বর জেটিসংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত তাঁকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরিদল। নিখোঁজ বাহার নগরীর মাঝিরঘাট এলাকার মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক।

বিজ্ঞাপন

তিনি লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী সদস্য। তাঁর বাড়ি ভোলার দৌলতখান উপজেলার ভবানিপুর গ্রামে। চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি। নৌ পুলিশের সদরঘাট থানার ওসি মো. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, তল্লাশি শেষে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ফিরে গেলেও নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধারে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 সাতদিনের সেরা