ঢাকা, শুক্রবার ০৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

ঢাকা, শুক্রবার ০৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী

বাসস
বাসস
শেয়ার
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত তাঁকে স্বাগত জানান। ছবি : পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড বিমান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সোমবার রাত ১০টা ২৫ মিনিটে নিউ ইয়র্ক জেএফকে  আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে বিমানটি সোমবার রাত ৮টায় (স্থানীয় সময়) লন্ডনের স্ট্যানস্টেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করে।

যুক্তরাজ্য ছাড়ার আগে প্রধানমন্ত্রী

ওই দিন লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।

নিউ ইয়র্কে ২০ সেপ্টেম্বর শেখ হাসিনার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনা এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে। তিনি ইউএনএইচসিআরের ফিলিপো গ্রান্ডির এবং স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পহরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি ইউএনজিএর নারী নেতাদের প্ল্যাটফরমে অংশগ্রহণ করবেন।

দিন শেষে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন।

এ ছাড়া তিনি ২১ সেপ্টেম্বর বাংলাদেশ, বোতসোয়ানা, স্লোভাক রিপাবলিক ও ইউএন হাবিট্যাট যৌথভাবে আয়োজিত টেকসই হাউজিং বিষয়ক উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন তিনি ডাব্লিউইএফের নির্বাহী পরিচালক অধ্যাপক শোয়াব ক্লাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ (জিসিআরজি) চ্যাম্পিয়ন মিটিংয়ে যোগ দেবেন।

বিকেলে প্রধানমন্ত্রী জাতিসংঘ

সদর দপ্তরে পদ্মা সেতুর প্রদর্শনী পরিদর্শনের পর কসোভো প্রেসিডেন্ট ভিয়োসা ওসমানি-সাদ্রিউ, ইকুয়েডর প্রেসিডেন্ট গুইলারমো লাসো মেনদোজার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সকালের নাশতার মধ্যে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ে বৈঠকের পর আইওএমের মহাপরিচালক অ্যান্টোনিও ভিটোরিনো তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ইউএস বাংলাদেশ ব্যবসায়ী পরিষদের সঙ্গে উচ্চ পর্যায়ের গোলটেবিল বেঠকে অংশগ্রহণ করবেন।

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের জেনারেল ডিবেটে তাঁর ভাষণ দেবেন।

এ ছাড়া তিনি ২৪ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ডিএসসিসি ডিপ্রকৌসের নতুন কমিটি

আহ্বায়ক গোলাম কিবরিয়া সদস্যসচিব ইমরান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আহ্বায়ক গোলাম কিবরিয়া সদস্যসচিব ইমরান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী (পুর) মোহাম্মদ গোলাম কিবরিয়াকে আহ্বায়ক এবং উপসহকারী প্রকৌশলী (পুর) মো. ইমরান খানকে সদস্যসচিব করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (ডিএসসিসি ডিপ্রকৌস) ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার ডিএসসিসি ডিপ্রকৌসের উপদেষ্টা মো. জহির আহমেদ ও মো. শাহ আলম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডিএসসিসি ডিপ্রকৌসের এক সাধারণ সভায় সমিতির সদস্য প্রকৌশলীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুত্ফর রহমান, মো. রফিকুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব মো. সাইফুল ইসলাম, সদস্য (প্রচার ও প্রকাশনা) হরিদাস মল্লিক, সদস্য (অর্থ) মো. ছাব্বির হোসেন, সদস্য (দপ্তর) মো. মামুন, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সৈয়দ শাফায়েত আলী ও মো. আতিকুর রহমান।

 

মন্তব্য

ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮

দেশে গত এক দিনে আরো ৪২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় রোগটিতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ৯২ জনের।

সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে। মৃত্যু ঢাকা মহানগরে। গতকাল পর্যন্ত বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছে আট হাজার ৪১৯ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। ঢাকা মহানগরে আক্রান্ত পাঁচ হাজার ৪২ জন এবং মৃত্যু হয়েছে ৫০ জনের।

মন্তব্য

আনসারের ১৫ জন পেলেন পদোন্নতির র‌্যাংক ব্যাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আনসারের ১৫ জন পেলেন পদোন্নতির র‌্যাংক ব্যাজ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সহকারী পরিচালক থেকে সদ্য পদোন্নতি পাওয়া ১৫ জন কর্মকর্তাকে উপপরিচালক পদের র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। গতকাল বুধবার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. জয়নাল আবেদীন, এস এম শরিফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল আলীম, মোহা. কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, এস এম রায়হান হেলাল, উজ্জ্বল ব্যানার্জী, মো. সিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ আজহারুল হুদা, মোহাম্মদ রায়হান উদ্দীন ফকির, এস এম আকতারুজ্জামান, মোহাম্মদ রকিব উদ্দিন ও মোহাম্মদ জসীম উদ্দিন।

 

মন্তব্য

নন-সাবমিশন মামলা এস কে সুরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নন-সাবমিশন মামলা এস কে সুরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার (নন-সাবমিশন) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান। মামলার সুষ্ঠু বিচারের লক্ষ্যে শিগগির এই চার্জশিট আদালতে দাখিল করা হবে। দুদক সূত্র জানায়, কমিশনের প্রাথমিক অনুসন্ধানে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ