সাংবাদিক হিসেবে অমিত হাবিব কোনো একটি দলীয় মতাদর্শে লীন হয়ে যাননি। শত প্রলোভন, সুযোগ ও আমন্ত্রণের মধ্যেও সাংবাদিকতার মর্যাদা আজীবন ধরে রেখেছিলেন। তিনি অনেকটা নিভৃত ও অন্তর্মুখী জীবন যাপন করে গেছেন। কোনো কিছুতেই ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব রাখতেন না।
অমিত হাবিব স্মরণে ‘অনির্ণীত অমিতদা’
- স্মরণ
নিজস্ব প্রতিবেদক

বরেণ্য সাংবাদিক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এভাবেই স্মরণ করেন বিশিষ্টজনরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশনসের আয়োজনে ‘অনির্ণীত অমিতদা’ শিরোনামে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক উৎপল শুভ্র ও মুন্নী সাহা ছিলেন অমিত হাবিবের সহকর্মী ও বন্ধু। অনুষ্ঠানের শুরুতেই জানালেন, আজ সবাই জড়ো হয়েছেন অমিত হাবিবের জীবনকে উদযাপন করতে।
শুরুতে আয়োজক আবিদ এ আজাদ বলেন, ‘অমিত দার সঙ্গে আড্ডায় অনেক সময় কেটেছে। তাঁর হঠাৎ চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারিনি। তিনি সবার খোঁজখবর রাখতেন খুব সযতনে।
অমিত হাবিবের ছোট ভাই ফয়জুল হাবিব রাঙা বলেন, ‘ভাই ছিলেন আমাদের পরিবারের অভিভাবক। বাবা ভাইকে ডাকতেন খোকা। এই খোকাই একসময় আমার বাবার পিতা হয়ে উঠেছিলেন। বাবা মারা যাওয়ার পর তিনি হলেন আমাদের অভিভাবক, তাও পিতার মতো। আবার আমার দুই সন্তানকেও তিনি পিতৃস্নেহ দিয়ে গেছেন। তাই তিনি আমাদের পরিবারের তিন প্রজন্মের পিতা।’
প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘অমিত হাবিব স্বাধীনতার কথা বলতে চেয়েছেন। স্বাধীনতার চেতনা ধারণ করতেন। তিনি অমিত সম্ভাবনার মানুষ ছিলেন। তাঁর চলে যাওয়ায় হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অমিত হাবিবকে আমরা স্মরণ করব তাঁর কাজে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘অমিত হাবিবের সঙ্গে আমার পরিচয় তাঁর ভোরের কাগজে থাকার সময়। অমিত বেঁচে থাকবেন। কারণ অমিত অনেককে তৈরি করে গেছেন। তাঁর প্রতি সুবিচার হবে তাঁর আদর্শ বাঁচিয়ে রেখে তাঁর মতো কাজ করে যাওয়ার মধ্য দিয়ে।’
সুমনা শারমীন বলেন, ‘১৯৯১ সালে আমরা একসঙ্গে কাজ শুরু করি। পুলক গুপ্ত, অমিত হাবিবদের মতো সাংবাদিকদের কাছ থেকেই এত কিছু শিখেছি। আমাদের তৈরি করার ক্ষেত্রে তাঁদের অবদান অনেক। অমিত হাবিব ছিলেন টোটাল নিউজম্যান।’
কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, ‘সংবাদকর্মীদের কাছে অমিত হাবিব ছিলেন একজন প্রকাশ্য মানুষ। তিনি তরুণ সাংবাদিকদের নিয়ে কাজ করে গেছেন। দৈনিক কালের কণ্ঠও তাঁর হাতে তৈরি। আমরা চাইব সাংবাদিকতা নিয়ে তাঁর প্রত্যাশাকে সম্মান দিতে।’
স্মরণ অনুষ্ঠান ‘অনির্ণীত অমিতদা’ উপলক্ষে একটি পুস্তিকা প্রকাশ করা হয়।
সম্পর্কিত খবর

সচিবালয়ের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলা করেন।

‘জুলাই সনদ’ ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে চলতি মাসের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করা না হলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং ‘কফিন মার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, ‘সরকার বারবার সময় নিয়েও জুলাই সনদ ঘোষণা করেনি, যা গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। ৩১ জুলাইয়ের মধ্যে সনদ ঘোষণা না হলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং কফিন মার্চের মাধ্যমে চূড়ান্ত মুক্তির ডাক দেওয়া হবে।

সাবেক ডিআইজি বাতেনের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তাঁর স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আব্দুল বাতেন ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে গতকাল আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি। আব্দুল বাতেনের আবেদনে বলা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে।

সংক্ষিপ্ত
আবুল বারকাত ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা, গতকাল সকালে কারাগার থেকে তাঁকে আদালতে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। এ সময় তাঁর আইনজীবী শাহিনুর ইসলাম জামিন চেয়ে আবেদন করেন।