সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে গত সোমবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর ও ভাসানটেক এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুদ রানা, মাহফুজ হাসান, আশরাফুল ইসলাম, মনিরুল ইসলাম, রেজাউল করিম, রুস্তম আলী ও মনিরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চক্রের সদস্য। তাঁরা কখনো ডিজিএফআই, কখনো সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে জালিয়াতির মাধ্যমে ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাৎ করতেন।
তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর ক্যামোফ্লজ ব্যাগ, টি-শার্ট, সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ভুয়া আইডি কার্ড, সেনাবাহিনীর নকল সিল ও স্বাক্ষরযুক্ত ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ চক্রটির মাধ্যমে প্রতারিত হয়ে নিজেরাই এই প্রতারকচক্রে যোগ দিয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গত ১ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় এ বিষয়ে একটি প্রতারণার মামলা করা হয়। মামলাটি ছায়া তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগ।
তাঁরা দীর্ঘদিন ধরে ডিজিএফআই বা সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। জালিয়াতির মাধ্যমে এরই মধ্যে চাকরিপ্রত্যাশীদের ভুয়া নিয়োগপত্র দিয়ে ৩৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতারণার কৌশল সম্পর্কে গোয়েন্দাপ্রধান বলেন, ভুয়া ডিজিএফআই বা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সেজে চাকরিপ্রার্থী বা গ্রামের সহজ-সরল মানুষকে টার্গেট করতেন। এরপর সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরির কথা বলে প্রতি পদের জন্য ১০ লাখ টাকা দাবি করতেন।
চাকরিপ্রত্যাশীরা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যোগাযোগ করলে ভুয়া নিয়োগপত্র পোস্ট অফিসের মাধ্যমে তাঁদের ঠিকানায় পাঠিয়ে দিতেন।
এই চক্রের সদস্যরা সাদা পোশাকে ওয়্যারলেস সেট নিয়ে নিয়োগপ্রত্যাশীদের বাড়ি গিয়ে পুলিশ ভেরিফিকেশন করে বিশ্বাসযোগ্যতা বাড়াতেন। এ ছাড়া বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ক্যান্টনমেন্টের রজনীগন্ধা মার্কেটের ঠিকানা ব্যবহার করতেন। পরে ভুক্তভোগীরা ভুয়া নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদান করতে গেলে তাঁরা বলতেন, যোগদানপত্রে একটু ভুল আছে, পরে আবার নিয়োগপত্র পাঠানো হবে। এভাবে কয়েকবার করার পর মোবাইল ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিতেন।