kalerkantho

মঙ্গলবার। ৯ আগস্ট ২০২২ । ২৫ শ্রাবণ ১৪২৯ । ১০ মহররম ১৪৪৪

চুয়াডাঙ্গায় কাঁঠাল উৎসব

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

২ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গায় কাঁঠাল উৎসব

চুয়াডাঙ্গায় কাঁঠাল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখা এ উৎসবের আয়োজন করে। ছবি : কালের কণ্ঠ

চুয়াডাঙ্গায় কাঁঠাল উৎসব অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখা এ উৎসবের আয়োজন করে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ উৎসব। উৎসবে ছিল কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতাসহ নানা আয়োজন ও পুরস্কার বিতরণ।

বিজ্ঞাপন

কাঁঠাল উৎসব প্রস্তুতি কমিটির সদস্যসচিব মেহেরাব্বিন সানভি জানান, উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়ডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুর রশীদ ও চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান। উৎসবে কাঁঠাল কথন, কাঁঠাল প্রদর্শনী, কাঁঠাল রেসিপি, কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা, কাঁঠালরঙ্গ, কাঁঠালের গান এবং আবৃত্তির আয়োজন ছিল।

 সাতদিনের সেরা