ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারিগরি ও ভোটদান বিষয়ক নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময়সভায় যোগ দেবে না বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল সোমবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় দল দুটি। বাসদ জানায়, ২০১৭ সালের ৫ অক্টোবর এবং ২০১১ সালের ২৭ জুন তৎকালীন নির্বাচন কমিশনের আমন্ত্রণে মতবিনিময়সভায় উপস্থিত হয়ে লিখিতভাবে এবং মৌখিকভাবে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল বাসদ। কমিশন মনোযোগ দিয়ে শুনেছিল এবং বাস্তবায়নের আশ্বাসও দিয়েছিল।
বিজ্ঞাপন