‘গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন, প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময়সভায় বক্তারা বলেছেন, মত প্রকাশের ক্ষেত্রে বাধাগুলো দূর করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। বিএনপি ক্ষমতায় গেলে মত প্রকাশে আওয়ামী লীগ সরকারের মতো যেন বাধা তৈরি করা না হয়। এর জবাবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব ধরনের নিবর্তনমূলক আইন ও অধ্যাদেশ বাতিল করবে।
মতবিনিময়সভা
ক্ষমতায় গেলে নিবর্তনমূলক আইন বাতিল করবে বিএনপি
- ‘বিএনপি অনেক অঙ্গীকার করেছে। তবে অতীত অভিজ্ঞতা থেকে আশ্বস্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি’
অন্যান্য

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগে এই মতবিনিময়সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণমাধ্যমকে স্বাবলম্বী করার জন্য বিএনপি বিজ্ঞাপনের সুষম বণ্টনের ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, সুনির্দিষ্টসংখ্যক প্রকাশনা, প্রচারণা কিংবা টিআরপির ভিত্তিতে গণমাধ্যমগুলোকে আর্থিক প্রণোদনা দেওয়ার চিন্তা রয়েছে।
মূল প্রবন্ধে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার’ প্রকাশিত র্যাংকিংয়ে গত এক বছরে বাংলাদেশ ১০ ধাপ পিছিয়ে ১৮০টি দেশের মধ্যে ১৬২তম হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এর পেছনে নিবর্তনমূলক আইন ও অধ্যাদেশগুলো দায়ী।
সভায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, বিএনপি অনেক অঙ্গীকার করেছে। তবে অতীত অভিজ্ঞতা থেকে আশ্বস্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। স্বাধীনতার পর থেকে কোনো সরকারই সংবাদপত্র বা গণমাধ্যমবান্ধব ছিল না, এখনো নেই।
বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা তুলে ধরে যুগান্তরের জ্যেষ্ঠ সহকারী সম্পাদক মাহবুব কামাল বলেন, ‘বাংলাদেশে অসংখ্য আইন আছে, যা আমাদের দেশে স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থী। প্রতিটি আইন সংবাদপত্র ও গণমাধ্যমের জন্য পরোক্ষ বা প্রত্যক্ষভাবে হুমকিস্বরূপ।’
বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ আওয়ামী লীগ আমলে সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ড, দৈনিক পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে মানহানি মামলা দায়েরসহ সারা দেশে ‘সাংবাদিকদের নির্যাতনের’ চিত্রও তুলে ধরেন।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, দিনকালের সম্পাদক রেজোয়ান সিদ্দিকী, জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল হাই শিকদার, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, ইলিয়াস খান, শহীদুল ইসলাম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, মুরসালিন নোমানী প্রমুখ।
সম্পর্কিত খবর

শিল্পী মমতাজ গ্রেপ্তার আরো দুই মামলায়
নিজস্ব প্রতিবেদক

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আরো দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা ও ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলা রয়েছে। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখান। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৩.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.৬ডিগ্রি সে.। রাজশাহী ৩১.৫ডিগ্রি সে.। রংপুর ৩৬.৩ডিগ্রি সে.।
গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৪.৫ডিগ্রি সে.।
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকৈ মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর

শোক

সেলিনা বেগম
মধুমতি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীরের মা সেলিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গত বুধবার বাদ আসর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) জানাজা শেষে মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
।

২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার
সাবেক মন্ত্রী জাবেদ দম্পতিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এই মামলাটি করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে অন্যতম হলেন ব্যাংকটির সাবেক পরিচালক জাবেদের ভাই আসিফুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, রোকসানা জামান চৌধুরী, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলত, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, ইউনুছ আহমদ, সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, জাবেদের আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী ও কাজী মোহাম্মদ দিলদার আলম।
এজাহারে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট লিমিটেডের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী সাজিয়ে ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখায় একটি হিসাব খোলা হয়।