ঢাকার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা) পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ২৮ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর আগের ২৪ ঘণ্টায়ও পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ১৯ মে পর্যন্ত সারা দেশে মোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৩৪ জন। এর মধ্যে ২০৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময় কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাননি।
গত বছর সারা দেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ২৮ হাজার ২৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। মারা যান ১০৫ জন।