বিশ্ববাজারে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও ভোজ্য তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়েছে। এই পরিস্থিতিতে দাম স্থিতিশীল রাখতে আবারও ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্য মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি লিটার ১১০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি অব্যাহত রাখার পাশাপাশি জুন মাস থেকে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে একই দামে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি।
বিজ্ঞাপন