kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

উদ্ধারকাজে অংশ নেওয়া ব্যক্তিদের সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি   

২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারকাজে জীবনের ঝুঁকি নিয়ে মানবিক ও সাহসী ভূমিকা রাখায় স্থানীয় ট্রলারচালক, নদীতীরের বাসিন্দা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যসহ ১৫ জনকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রগতি লেখক সংঘ। গত মঙ্গলবার রাতে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, ফুলের তোড়া ও মিষ্টি তুলে দেওয়া হয়। ঝালকাঠি প্রগতি লেখক সংঘের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখক, সাংবাদিক, উন্নয়নকর্মী, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিল। সংগঠনের নেতারা জানান, গত ২৩ ডিসেম্বর রাতে সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

দগ্ধ হয়েছে শতাধিক যাত্রী।



সাতদিনের সেরা