সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামে পৃথক দুই দুর্ঘটনায় দুই শিশু, ফরিদপুরে মোটরসাইকেলচালক ও যশোরে বাইসাইকেলচালক নিহত হয়েছেন।
দিনাজপুর : করোনাভাইরাসের টিকা নিতে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় হুমায়ুন কবির নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দিনাজপুরের ভাদুরিয়া-দাউদপুর সড়কের আখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম : নাগেশ্বরীতে শিশু ইমরান হোসেন সাদিক (৩) ট্রাক্টরের ওপর থেকে ছিটকে এর চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া শিশু রাকিব (৩) একটি অটোরিকশা নিয়ে খেলার সময় তা নিয়ন্ত্রণ হারালে এতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
ফরিদপুর : বোয়ালমারীতে মোটরসাইকেলচালক নিজাম উদ্দিন (৩০) মেহগনিগাছবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।
যশোর : যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী দুধ বিক্রেতা শাহ আলম (৪০) নিহত হয়েছেন।