দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে চলমান রো রো (বড়) ফেরির সংকট এখনো কাটেনি। ঘাটের গুরুত্ব বিবেচনায় নৌ রুটটিতে ছোট ফেরির পাশাপাশি অন্তত ১২টি বড় ফেরি সার্বক্ষণিক সচল রাখা প্রয়োজন। কিন্তু এ নৌপথের বহরে রয়েছে ৯টি বড় ফেরি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা নামের ফেরিটি মাওয়ায় পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে ফের ঘন কুয়াশা পড়ায় গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। রো রো ফেরির তীব্র সংকটের মধ্যে ঘন কুয়াশার কারণে এক ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে ফের যানজট সৃষ্টি হয়। গতকাল নৌ রুটটির ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন। এতে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক জামাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘কয়েকটি রো রো (বড়) ফেরির মেরামতকাজ চলছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে। ফেরিগুলো বহরে ফিরলে সংকট অনেকটা কমবে। কিন্তু ঘন কুয়াশার মধ্যে ফেরি চালু রাখার কোনো ব্যবস্থা নেই। তাই নৌদুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। ’ বর্তমান ছোট-বড় ১৬টি ফেরি সার্বক্ষণিক সচল রয়েছে বলে জানান তিনি।